প্রতিদিন নেবেন ১ কোটি রুপি, ভারতীয় সিনেমায় অভিষেক ওয়ার্নারের
Published: 4th, March 2025 GMT
তাহলে তেলেগু সিনেমায় অভিষেক হয়েই যাচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারের। ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় কিস্তিতে ওয়ার্নারের থাকার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তিনি ছিলেন না। তবে ওয়ার্নারকে এবার দেখা যাচ্ছে ‘রবিনহুড’ সিনেমায়।
তেলেগু ভাষার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তেলেগু হিরো নিতিন। ওয়ার্নারের অভিনয় করার খবর নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক রবি শংকর।
ইকোনমিক টাইমসসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়ার্নারের চরিত্রটি হতে যাচ্ছে ক্যামিও। এ জন্য তিনি প্রতিদিন নেবেন এক কোটি রুপি। তেলেগু ভাষাভাষীর সঙ্গে ওয়ার্নারের সম্পর্কটা পুরোনো। অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার আইপিএলে সাত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৯৫টি ম্যাচ খেলেছেন।
হায়দরাবাদের একমাত্র আইপিএল শিরোপা এসেছে এই ওয়ার্নারের হাত ধরে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যানজট নিরসনে সরকারকে পদক্ষেপ নিতে মজিবুর রহমানের আহ্বান
যানজট নিরসনে অন্তর্বর্তী সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, পবিত্র রমজান মাস শুরুর আগেও সংবাদ সম্মেলন করে যানজট নিরসনে সরকারকে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছিলাম। এখনো সরকারকে অনুরোধ করছি, দ্রুত যানজট নিরসনে পদক্ষেপ নিন। রোজাদারদের জীবনযাত্রা সহজ করুন।
এবি পার্টির উদ্যোগে আয়োজিত মাসব্যাপী গণ–ইফতার কর্মসূচির তৃতীয় দিনে সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু এসব কথা বলেন।
ইফতারে উপস্থিত মানুষের উদ্দেশে তিনি বলেন, আমাদের প্রত্যেকের অবস্থার উন্নতির জন্য প্রচেষ্টা চালাতে হবে। এখানে উপস্থিত অনেকেই গতবারও ইফতার করেছেন, এবারও করছেন। একই অবস্থায় থেকে গেলে হবে না। মনে রাখতে হবে, যারা নিজের ভাগ্যের পরিবর্তন চান না, আল্লাহ তায়ালাও তার ভাগ্যের পরিবর্তন করেন না।
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় গণ ইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতিমণ্ডলীর সদস্য আশরাফ আলী আকন। আরও বক্তব্য দেন এবি পার্টির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও এ বি এম খালিদ হাসান প্রমুখ।