নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচের আগে বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার জর্জ লেন্ডিকে উড়িয়ে আনছে প্রোটিয়ারা। 

দক্ষিণ আফ্রিকার নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার এইডেন মার্করাম ইনজুরিতে পড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। ট্রাভেল রিজার্ভ হিসেবে মার্করামের বিকল্প ভাবনায় জর্জ লেন্ডিকে দলে যুক্ত করছে দক্ষিণ আফ্রিকা। 

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে মঙ্গলবার লাহোরে অনুশীলন করবে দক্ষিণ আফ্রিকা। মার্করামের ফিটনেস টেস্ট দেওয়ার কথা আছে ওই সময়। তিনি ফিট সার্টিফিকেট পেলে ম্যাচ খেলবেন। দলে যোগ দিলেও সেমিফাইনালে খেলা হবে না লেন্ডির। 

মূলত ফাইনাল চিন্তায় প্রোটিয়ারা অলরাউন্ডার লেন্ডিকে দলে যুক্ত করছে। যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠে। আবার দক্ষিণ আফ্রিকা ফাইনালে যায়। সেক্ষেত্রে দুবাইতে খেলতে হবে দুই দলের। দুবাইয়ের উইকেটে জর্জ লেন্ডি কার্যকর অলরাউন্ডার হতে পারেন, ওই চিন্তায় দলে যুক্ত করা হচ্ছে তাকে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ ইন ল

এছাড়াও পড়ুন:

সূচনা ফাউন্ডেশনের ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আদালতের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “দুদকের পক্ষে এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন।”

আবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সায়মা ওয়াজেদ তার মায়ের ক্ষমতাকে ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব ব্যাংক হিসাব জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত বছরের ২৪ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ঢাকা/মামুন/এসবি

সম্পর্কিত নিবন্ধ