নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচের আগে বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার জর্জ লেন্ডিকে উড়িয়ে আনছে প্রোটিয়ারা। 

দক্ষিণ আফ্রিকার নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার এইডেন মার্করাম ইনজুরিতে পড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। ট্রাভেল রিজার্ভ হিসেবে মার্করামের বিকল্প ভাবনায় জর্জ লেন্ডিকে দলে যুক্ত করছে দক্ষিণ আফ্রিকা। 

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে মঙ্গলবার লাহোরে অনুশীলন করবে দক্ষিণ আফ্রিকা। মার্করামের ফিটনেস টেস্ট দেওয়ার কথা আছে ওই সময়। তিনি ফিট সার্টিফিকেট পেলে ম্যাচ খেলবেন। দলে যোগ দিলেও সেমিফাইনালে খেলা হবে না লেন্ডির। 

মূলত ফাইনাল চিন্তায় প্রোটিয়ারা অলরাউন্ডার লেন্ডিকে দলে যুক্ত করছে। যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠে। আবার দক্ষিণ আফ্রিকা ফাইনালে যায়। সেক্ষেত্রে দুবাইতে খেলতে হবে দুই দলের। দুবাইয়ের উইকেটে জর্জ লেন্ডি কার্যকর অলরাউন্ডার হতে পারেন, ওই চিন্তায় দলে যুক্ত করা হচ্ছে তাকে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ ইন ল

এছাড়াও পড়ুন:

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে দেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে দেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার রাজধানীর কারওয়ান বাজারের রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কার্যালয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার জন্য ২০২০ সালের ২৯ জুন একটি আদেশ জারি করেছিল ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) গতকাল মঙ্গলবার সেই আদেশ বাতিল করেছে।

এই আদেশ বাতিল ইস্যুতে জরুরি বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। ইপিবি কার্যালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ ব্যবসায়ী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার।

বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের বলেন, নেপাল ও ভুটানে রপ্তানির যে প্রক্রিয়া তাতে এ সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না। তবে সরকার তৈরি পোশাক রপ্তানিসহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে। ঢাকা ও সিলেট বিমানবন্দরের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে এ প্রক্রিয়া স্বাভাবিক রাখা হবে। অন্যান্য ক্ষেত্রে আমাদের সক্ষমতা বাড়াতে কিছু পদক্ষেপ নেওয়া হবে। 

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, বৃহস্পতিবার এ বিষয়ে একটি অন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। সেখানে অন্যান্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

২০২০ সালের ২৯ জুনের পর থেকে বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে অন্য কোনো বন্দর বা বিমানবন্দর ব্যবহার করার সুযোগ ছিল। গতকাল ভারত বলেছে, যেসব পণ্যবোঝাই যানবাহন ইতিমধ্যে ভারতের ভূখণ্ডে আছে, সেগুলোকে দ্রুত ভারতের ভূখণ্ড ত্যাগ করতে হবে।

সম্পর্কিত নিবন্ধ