তরুণদের স্বাস্থ্যকর জীবনযাত্রায় উৎসাহিত করতে বাংলালিংকের রাইজের আয়োজনে নিওন রান
Published: 4th, March 2025 GMT
মোবাইল অপারেটর বাংলালিংকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ সম্প্রতি স্বাস্থ্যসচেতন তরুণদের জন্য ‘রাইজ নিওন রান’ আয়োজন করেছে। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা রাজধানীর পূর্বাচলের ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।
এ বিষয়ে বাংলালিংকের ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের প্রধান ডিজিটাল কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, রাইজ নিওন রান বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে। কমিউনিটির সদস্যদের একত্র করার লক্ষ্যে এই আয়োজন করা হয়। এ আয়োজনে কেবল দৌড়ানো নয়, এর সঙ্গে শক্তি, সংগীত ও যোগাযোগের প্রাণবন্ত উদ্যাপন জড়িত রয়েছে। রাইজে আমরা সব সময়ই নিত্যনতুন কৌশলে সবাইকে উৎসাহিত ও সংযুক্ত করার চেষ্টা করি। আর এই আয়োজন আমাদের সেই লক্ষ্য পূরণেরই প্রতিফলন।
রাইজ নিওন রান আয়োজনে আরও ছিল রাইজ এক্সপেরিয়েন্স জোন, যেখানে অংশগ্রহণকারীরা ব্র্যান্ডের ডিজিটাল লাইফস্টাইল অফার, এআই-নির্ভর প্রোডাকটিভিটি টুলস এবং তরুণদের জন্য বিশেষভাবে নিয়ে আসা সুবিধা সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন। ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংকের এই উদ্যোগ তরুণদের ক্ষমতায়নে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি ও উন্নত ডিজিটাল অভিজ্ঞতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নগরবাউলের সঙ্গে প্রথমবার এক মঞ্চে উপকূলের ‘বাউল’রা
কক্সবাজারের তরুণদের গানের দল পেনোয়া। গত বছর প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’ প্রকাশের পর আলোচনায় আসে ব্যান্ডটি। এর পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে কনসার্টের ডাক পেতে থাকে তাঁরা। এবার নিজ শহরে হচ্ছে স্বপ্নপূরণ। প্রথমবারের মতো নগরবাউলের সঙ্গে একই মঞ্চে গান করার সুযোগ পাচ্ছেন তাঁরা। ২৬ এপ্রিল কক্সবাজারের একটি তারকা হোটেলে নগরবাউলের সঙ্গে প্রথমবার এক মঞ্চে উপকূলের ‘বাউল’রা।
আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত ব্যান্ডের সদস্যরা। ব্যান্ডটির গীতিকার ও ভোকাল ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, ‘কনসার্টটি নিয়ে ভীষণ রোমাঞ্চিত। নতুন একটা ব্যান্ড হিসেবে এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। নিজের শহরে নগরবাউলের সঙ্গে এক মঞ্চ শেয়ার করার সুযোগ আমাদের সদস্যদের অনেক অনুপ্রাণিত করেছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করি, ভালো কিছু হবে।’
আরও পড়ুনজেমস বললেন, ‘আত্মজীবনী? একদমই না, নেভার’১৩ এপ্রিল ২০২৫পেনোয়া ব্যান্ডের সদস্যরা। ছবি: ব্যান্ডের সৌজন্যে