ঈদের ছুটিতে দেশে এসে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ
Published: 4th, March 2025 GMT
রোজা ও ঈদের ছুটিতে দেশে বেড়াতে এসে চাঁদপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ইতালি প্রবাসী দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাত ১১টার দিকে শহরের পুরানবাজারে গার্লস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁদপুর শহরের পুরানবাজার মেরকাটিজ রোডের ইতালি প্রবাসী মো. আব্দুস সালাম দেওয়ানের ছেলে অভি দেওয়ান (১৮) ও তার খালাত ভাই শরীয়তপুরের ঘরিসা এলাকার মো.
নিহতদের স্বজনরা জানান, ইতালি প্রবাসী দুই খালাত ভাই গত ১১ ফেব্রুয়ারি রোজা ও ঈদের ছুটিতে দেশে আসে। সোমবার রাতে তারা একটি মোটরসাইকেলে নতুন বাজার মার্কেটে শার্ট কেনার জন্য যায়। এ সময় গার্লস স্কুলের কাছে ইত্যাদি মেশিনারিজ দোকানের সামনে দ্রুতগতিতে সাইকেলকে পাস কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। পরে একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে অভি মারা যায়। আর নিলয়কে গুরুতর অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
আরো পড়ুন:
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
জামালপুরে ছাত্র-শ্রমিক পাল্টাপাল্টি অবরোধ, বাস চলাচল বন্ধ ঘোষণা
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, ঘটনার পর পুলিশ মরদেহ দুটির সুরতহাল করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যান থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও হেলপার ইসমাইল হোসেন থানা হেফাজতে রয়েছেন।
এ দুর্ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ঢাকা/জয়/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন প রব স দ র ঘটন
এছাড়াও পড়ুন:
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের ২৯৪তম সভা অনুষ্ঠিত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) পরিচালনা পর্ষদের ২৯৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২২ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
সভায় এফএসআইবির ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল আলম এফসিএমএ এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ উপস্থিত ছিলেন।
এছাড়া, অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস।
ঢাকা/রাজীব