সাত দিন পর নিহত যুবকের বাবার হত্যা মামলা
Published: 4th, March 2025 GMT
কক্সবাজারে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা ও সংঘর্ষের সময় শিহাব কবির (৩০) নামের এক যুবক নিহতের ঘটনায় সাত দিন পর হত্যা মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলাটি করেন শিহাবের বাবা মো. নাসির উদ্দিন। তিনি কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার বাসিন্দা ও প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কক্সবাজারের সাবেক সুপার।
গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে সমিতিপাড়ায় বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা, ইটপাটকেল নিক্ষেপ-সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এর আগে এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি সমিতি পাড়ার দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ের আরও ৩০০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করে বিমানবাহিনী। ওই মামলায় বাহিনীর ক্ষয়ক্ষতি ও লুটপাটের পরিমাণ দেখানো হয় ৬৯ লাখ ৪০ হাজার টাকা।
হামলা ও সংঘর্ষে শিহাব কবিরের হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। এ ছাড়া সড়কে মৌন মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বিভিন্ন সংগঠন।
শিহাবের বাবার করা মামলার এজাহারে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে তিনি (বাদী) চোখের চিকিৎসা করাতে স্ত্রীকে (আমেনা খাতুন) নিয়ে বাড়ি থেকে শহরের কমিউনিটি চক্ষু হাসপাতালে যান। দুপুর ১২টার দিকে সেখানে মহিউদ্দিন নামের এক যুবকের মাধ্যমে তিনি জানতে পারেন, একমাত্র ছেলে শিহাব কবিরকে বিমানবাহিনীর জনৈক সদস্য গুলি করে হত্যা করেছেন এবং সন্তানের লাশ কক্সবাজার সদর হাসপাতালে পড়ে আছে। খবর শোনার পর তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ছুটে যান। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে জানান, পোস্টমর্টেম (ময়নাতদন্ত) করার পর লাশ হস্তান্তর করা হবে। সন্ধ্যা ছয়টায় হাসপাতাল কর্তৃপক্ষ লাশ হস্তান্তর করে। শিহাব কোনো রাজনীতি কিংবা বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত ছিল না। বিমানবাহিনীর সদস্য কিংবা অন্য কারও সঙ্গে তাঁর দ্বন্দ্ব–সংঘাতও ছিল না।
এজাহারে আরও বলা হয়, ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে বিমানবাহিনীর সদস্যরা স্থানীয় যুবক জাহেদুল ইসলামকে ঘাঁটিতে নিয়ে নির্যাতন চালান। এ খবরে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয় এবং জাহেদুল ইসলামকে ছাড়িয়ে আনতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। শিহাব কবির রাস্তায় কী ঘটছে দেখার জন্য সমিতিপাড়ার জনৈক নাঈমের বাসার কাছে যান। তখন মাথায় গুলি লেগে গুরুতর আহত হয়। এ সময় বিমানবাহিনীর সদস্যরা শিহাবকে নিয়ে যান। তাঁরা তাৎক্ষণিকভাবে শিহাবকে হাসপাতালে না নিয়ে দেরি করেন, এর ফলে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
৩০০ জনের বিরুদ্ধে বিমানবাহিনীর মামলাগত ২৭ ফেব্রুয়ারি রাতে কক্সবাজার সদর মডেল থানায় সমিতি পাড়ার রাহাত ইকবাল ওরফে ইকবাল বাহার (৪২) ও এজাবত উল্লাহর (৪৩) নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক ধারায় মামলা করেন বিমানবাহিনীর সার্জেন্ট মো.
মামলার এজাহারে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে আসামিরা সংঘবদ্ধভাবে নাশকতা ও রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টের উদ্দেশ্যে বিমানবাহিনীর ঘাঁটির স্পর্শকাতর স্থাপনাগুলোর ওপর দেশি অস্ত্র, ইটপাটকেল নিক্ষেপসহ অতর্কিতে হামলা করে। দুষ্কৃতকারীরা বিমানবাহিনীর ছয়-সাতটি সিসিটিভি ক্যামেরা, দুটি মোটরসাইকেল, কয়েকটি সরকারি গাড়ি, একটি অফিস ভবন, নির্মাণাধীন দালান ভাঙচুর করে। নির্মাণসামগ্রীও লুটপাট করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৬৯ লাখ ৪০ হাজার টাকা।
শিহাব কবির হত্যার ঘটনায় পৃথক দুটি মামলার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, মামলা দুটির তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে নিশ্চিত হওয়া যাবে শিহাব কবির গুলিতে, নাকি ইটপাটকেলের আঘাতে মারা গেছেন।
গুলিতে শিহাব কবিরের মৃত্যু হয়েছে বলে পরিবার ও এলাকাবাসী দাবি করলেও পুলিশের সুরতহাল প্রতিবেদনে গুলির কথা উল্লেখ নেই। হাসপাতাল মর্গে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন কক্সবাজার সদর মডেল থানার এসআই মুহাম্মদ আলী উদ্দিন। প্রতিবেদনে বলা হয়, নিহত শিহাব কবিরের সবকিছু স্বাভাবিক থাকলেও মাথার খুলিতে ছয়-সাত ইঞ্চি গভীর গর্ত রয়েছে। মগজ সম্পূর্ণ বেরিয়ে আসে। সুরতহাল প্রতিবেদনে উপস্থিত সাক্ষী হিসাবে নিহত শিহাবের বাবা-মায়ের নাম ও স্বাক্ষর নেওয়া হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ২৪ ফ ব র য় র স ঘর ষ তদন ত সদস য
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠতে কিংবা শিরোপা জিততে অস্ট্রেলিয়াকে টপকাতেই হবে। এটা যেন ক্রিকেটের অলিখিত নিয়ম। ভারত যেমন এই অস্ট্রেলিয়ার কাছে ২০২৩ সালেই বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হেরেছে। দুবাইতে এবার ওই ধাঁ ধাঁ মিলিয়েছে রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিযে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে মেন ইন ব্লুজরা।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩ বল থাকতে ২৬৪ রানে অলআউট হয় অজিরা। জবাবে বিরাট কোহলির সেঞ্চুরি ছোঁয়া ইনিংস এবং শ্রেয়াস আইয়ার ও কেএল রাহুল-হার্ডিক পান্ডিয়ার জুটিতে ১১ বল থাকতে জয় পেয়েছে ভারত।
বিস্তারিত আসছে...