রামগঞ্জে যুবদলের কমিটি নিয়ে বিরোধ কাটছে না, একাংশের বিক্ষোভ মিছিল
Published: 4th, March 2025 GMT
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠন নিয়ে বিরোধ কাটছে না। কমিটি ঘোষণার পর দলের ভেতরে বিরোধ মাথাচাড়া দিয়ে উঠেছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রামগঞ্জ পৌর শহরে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন যুবদলের একাংশের নেতা-কর্মীরা। বিক্ষোভে কয়েক শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
দুপুরের পর যুবদলের নেতা-কর্মীরা রামগঞ্জ শহরের সোনাপুর চৌরাস্তায় জড়ো হন। এ সময় তাঁরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন। পরে রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন ওরফে পলাশের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জেলা যুবদলের নেতাদের বিরুদ্ধে স্লোগান দেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নূর প্লাজা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত শনিবার কবির হোসেনকে রামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ও আবদুল সাত্তার মজুমদারকে সদস্যসচিব করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া জামাল হোসেনকে পৌর যুবদলের আহ্বায়ক ও মিজানুর রহমানকে সদস্যসচিব করে ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি। এরপর ওই দিনই উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত এই কমিটি নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন নেতা-কর্মীরা।
রামগঞ্জের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন, পৌর যুবদলের সাবেক সভাপতি মো.
গিয়াস উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, যাঁরা ১৭ বছর দলের জন্য নিবেদিত ছিলেন, মামলা-হামলা ও মাসের পর মাস জেলে ছিলেন, তাঁদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এই পকেট কমিটি নেতা-কর্মীরা মেনে নিতে পারছেন না। আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য করা এ কমিটি অবিলম্বে বাতিল না করলে রামগঞ্জ যুবদলের নেতা-কর্মীরা গণপদত্যাগ করবেন।
শনিবার লক্ষ্মীপুরে যুবদলের ১১টি শাখার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজে কমিটির প্রেস বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়।
এসব কমিটির অনুমোদন দেন জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন ও সদস্যসচিব আবদুল আলিম হুমায়ুন।
জানতে চাইলে জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন প্রথম আলোকে বলেন, ‘বিক্ষোভ মিছিলের বিষয়টি শুনেছি। বিগত আন্দোলন–সংগ্রামে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। সংগঠনকে গতিশীল করতে তাঁরা সর্বোচ্চ ভূমিকা রাখবেন। দায়িত্বপ্রাপ্ত নেতা–কর্মীরা আগামী তিন মাসের মধ্যে তাঁদের অধীন সব শাখার সম্মেলন শেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র মগঞ জ উপজ ল প র য বদল র য বদল র ন কর ম র সদস য
এছাড়াও পড়ুন:
বিড়াল-কুকুরকে ঘরের খাবারে অভ্যস্ত করে তুলবেন যেভাবে
পোষা বিড়াল-কুকুরকে প্যাকেটজাত খাবার দেন অনেকেই। প্যাকেটজাত খাবার দেওয়া অনেকের জন্যই হয়তো বেশ সুবিধাজনক। খাবার তৈরি বা গরম করার ঝামেলা নেই, খাওয়াদাওয়ার পর জায়গাটা পরিষ্কার করাও সহজ। তবে ক্রমাগত কেবল প্যাকেটজাত খাবার খাওয়ার কারণে কিন্তু আপনার পোষা প্রাণী স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে। তাই ঘরের খাবারের অভ্যাস করানোই ভালো।
প্যাকেটজাত শুকনা খাবারে বিড়াল বা কুকুর অভ্যস্ত হয়ে পড়লে তা থেকে ওকে ফিরিয়ে আনতে আপনাকে বেশ পরিশ্রম করতে হবে