সালমানের বদলে ৬০০ কোটির সিনেমায় আল্লুকে নিলেন অ্যাটলি
Published: 4th, March 2025 GMT
অ্যাটলি কুমারের ‘বেবি জন’ ছবিটি বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ। এই ছবির প্রচারণার সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে একটি ছবি করবেন। কিন্তু শোনা যাচ্ছে, অ্যাটলি তাঁর পরবর্তী ছবিতে সালমানের বদলে প্যান ইন্ডিয়া তারকা আল্লু অর্জুনকে নিয়েছেন। আল্লুকে নিয়ে তিনি শিগগিরই ছবির শুটিং করতে চলেছেন বলে জানা গেছে। অ্যাটলির এই ছবিতে আল্লুর সঙ্গে তিন নায়িকাকে দেখা যাবে।
সমালোচকেরা ধারণা করছেন যে ‘বেবি জন’ মহাফ্লপ হওয়ার পর আর কোনো ঝুঁকি নিতে চান না অ্যাটলি। তাই তড়িঘড়ি করে তিনি পরবর্তী প্রকল্প থেকে বাদ দিয়েছেন সালমানকে। কারণ, বক্স অফিসের দিকে তাকালে দেখা যাবে যে ভাইজানের অভিনীত শেষ কয়েকটা ছবি ভালো ব্যবসা করতে ব্যর্থ। বলা যায়, সালমানের ক্যারিয়ার এখন পড়তির দিকে।
আর তাই অ্যাটলি তাঁর ছবিতে এমন নায়ককে আনতে চান, যাঁর হাত ধরে তাঁর ব্যবসা আসবে। আর এই মুহূর্তে আল্লু অর্জুনই যে অ্যাটলির সবচেয়ে বড় ভরসা, তা বলার অপেক্ষা রাখে না। অ্যাটলি চেয়েছিলেন, সালমান আর রজনীকান্তকে বড় পর্দায় একসঙ্গে আনতে। কিন্তু ভাইজানকে বাদ দেওয়ার পর এখন রজনীকান্তর জায়গায় অন্য অভিনেতার সন্ধানে আছেন তিনি।
‘পুষ্পা ২’ সিনেমায় আল্লু অর্জুন। এক্স থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মেসি খেলবেন না বলে বিনা মূল্যে টিকিট
ইন্টার মায়ামির ম্যাচ দেখা যাবে বিনা মূল্যে—এটুকু শুনে খুশি হবেন যে কেউই।
ইন্টার মায়ামি মানে লিওনেল মেসির ম্যাচ। আর মেসির ম্যাচে টিকিট পাওয়াটাই যেখানে সংগ্রামের ব্যাপার, সেখানে বিনা মূল্যে টিকিট পাওয়া তো বিস্ময়কর ঘটনাই! আর বিস্ময়কর সেই ঘটনা ঘটতে চলেছে মায়ামির পরবর্তী ম্যাচে। তবে বড় একটা ‘কিন্তু’ আছে এখানে। মায়ামি খেলবে ঠিকই, মেসি খেলবেন না। আর মেসি খেলবেন না বলেই দর্শকের জন্য টিকিট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায়। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটি অনুষ্ঠিত হবে হিউস্টন ডিনামোর মাঠ শেল এনার্জি স্টেডিয়ামে। মেসির খেলা দেখার জন্য হিউস্টনের অনেক দর্শক আগেভাগেই টিকিট কিনে ফেলেন। তবে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো মেসিকে ম্যাচটি না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এক সপ্তাহের মধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলা মেসিকে সামনের ব্যস্ততা মাথায় রেখে হিউস্টনের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছে। খবরটি হিউস্টন দর্শকদের জন্য হতাশারই। কারণ, হিউস্টন ডিনামো ২০২৩ সালের সেপ্টেম্বরে সর্বশেষ যখন মায়ামির মুখোমুখি হয়, তখন মেসি ছিলেন না। চোটের কারণে মাঠের বাইরে ছিলেন।
এক সপ্তাহের মধ্যে তিন ম্যাচ খেলা মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে।