ফতুল্লায় সুবিধাবঞ্চিতদের মাঝে জামায়াতে ইসলামীর চাউল বিতরণ
Published: 4th, March 2025 GMT
ফতুল্লায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যােগে অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে ফতুল্লা হাজীগঞ্জ পেপার মিল এলাকায় এ চাউল বিতরণ করা হয়েছে।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন সৎ ও যোগ্য ব্যক্তি নির্বাচিত হলে আপনাদের আর কষ্ট করে আসতে হবেনা, আমরাই আপনাদের সবার বাড়িতে এই উপহার পৌঁছো দিবো এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় দেশে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হউক, সৎ লোকের শাসন আল্লাহর আইন বাস্তবায়ন হউক।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, আবুল হোসেন প্রমূখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ইসল ম
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে পূর্ব বিরোধের জেরে যুবককে গুলি করে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব বিরোধের জেরে মো. পায়েল নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত পায়েল (৩৭) কাশিপুর মধ্যপাড়া এলাকার হাসমত উল্লাহর ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, নিহত পায়েল মাদক ব্যবসা করত। অন্য কোনো কাজ করত না। মাদক ব্যবসার বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড বলে এলাকাবাসী জানিয়েছে।
নিহত পায়েলের বড় ভাই মাসুম জানান, রোববার রাতে পায়েল ও পাশের বাড়ির রায়হান বাবু ওরফে ‘কবুতর বাবুর’ মধ্যে কবুতর নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় ঈদের দিন সকালে ‘কবুতর বাবু’ পিস্তল দিয়ে পায়েলের বুকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় পায়েলকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢামেক হাসপাতালে নেয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, নারায়ণগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। সোমবার বিকেল ৩টায় তার মৃত্যু হয়। বিষয়টি ফতুল্লা থানা পুলিশকে জানানো হয়েছে।
ফতুল্লা থানার ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা হবে এবং আমরা তদন্তসহ অভিযুক্ত রায়হান বাবুকে আটকের চেষ্টা করছি।