গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকার একটি কারখানায় গুজব ছড়িয়ে হামলা, ভাঙচুর ও যানবাহনের অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। এতে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৩৫০-৪০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

ওই কারখানার নাম প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড। গতকাল সোমবার রাতে প্রতিষ্ঠানটির আইন উপদেষ্টা আবদুর রব বাদী হায়ে মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখিত আসামিরা হলেন তুহিন বাবু (২৫), আকতার হোসেন (৩৩), আসাদুল হক (২৬), সাগর প্রধান (২৩), রাসেল (২৩), শাহাদাত হোসেন (১৯)।

আরও পড়ুনগাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ০৩ মার্চ ২০২৫

মামলার এজাহারে বলা হয়েছে, প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড নামের ওই কারখানায় গতকাল সকাল ৮টার দিকে গুজব ছড়ান অভিযুক্ত শ্রমিকেরা। তাঁরা কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা শুরু করেন। একপর্যায়ে আশপাশের বিভিন্ন গার্মেন্টসের অজ্ঞাতপরিচয় আসামিদের যোগসাজশে কারখানায় অনধিকার প্রবেশ করে ভাঙচুর চালানো হয়। তাঁরা কারখানার নিচতলা থেকে ৭ম তলা পর্যন্ত বিভিন্ন মালামাল ভাঙচুর করেন। ভেতরের কয়েকটি কক্ষ ও পার্কিংয়ে থাকা ২টি কাভার্ড ভ্যান, ২টি প্রাইভেট কার ও ৯টি মোটরসাইকেল ভাঙচুর করে সেগুলোতে আগুন দেওয়া হয়।

ওই মামলায় গ্রেপ্তার দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান গাজীপুর মহানগরীর বাসন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নাঈম-নাদিয়ার সঙ্গে জয়া-শখ-তিশাসহ আরও ৩০ তারকা

চলতি বছর এফএস নাঈম ও নাদিয়া আহমেদ দম্পতি দুটি অনুষ্ঠান নিয়ে এরইমধ্যে দর্শকদের সামনে হাজির হয়েছেন। ভালোবাসা দিবস উপলক্ষে তাদের উপস্থাপনায় মাছরাঙা টেলিভিশনে ‘ভালোবাসার কিচেন’ ও এটিএন বাংলার ‘পাঁচফোড়ন’ অনুষ্ঠান দর্শক-প্রশংসিত হয়েছে। এবার রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘জিরো ক্যাল ড্রিংক্স অ্যান্ড ডেজার্ট’–উপস্থাপনা করছেন এই জুটি।

পহেলা রমজান থেকে এটি শুরু হয়েছে। চলবে চাঁদরাত পর্যন্ত। অনুষ্ঠানটি প্রতিদিন বিকেল ৪টা ১০ মিনিটে মাছরাঙা টেলিভিশন ও বিকেল ৪টা ৫৩ মিনিটে চ্যানেল টোয়েন্টিফোর, একাত্তর টেলিভিশন, সময় টেলিভিশনে প্রচার হচ্ছে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।

অনুষ্ঠানে অতিথি তালিকায় রয়েছেন মেহজাবীন চৌধুরী, মিম মানতাশা, তাসনুভা তিশা, সৌম্য জ্যোতি, পারসা ইভানা, সাবিলা নূর, সুমাইয়া শিমু, শাহনাজ সুমী, সারিকা সাবা, মামনুন হাসান ইমন, তাহমিনা সুলতানা মৌ, পার্থ শেখ, জান্নাতুল ফেরদৌসী ঐশী, রাবা খান, কেয়া, শাহনাজ খুশী, নাদিয়া হক অর্ষা, সামিয়া অথৈ, অর্চিতা স্পর্শিয়া, দিলশাদ নাহার কনা, সাফা কবির, শাশ্বত দত্ত, সাদিয়া আয়মান, মনোজ প্রমাণিক, আনিকা কবির শখ, বিজরী বরকতুল্লাহ, দিব্য জ্যোতি, দীপা খন্দকার, জয়া আহসান। 

অনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে নাঈম বলেন, ‘সারাবছর অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে হয়। অভিনয়ের বাইরে উপস্থাপনাও বেশ এনজয় করি। এ কারণে নতুন আইডিয়ার কোনো অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেলে সানন্দে রাজি হই। এ অনুষ্ঠানের আইডিয়াটা পছন্দ হয়েছে। নাদিয়ার সঙ্গে আমার উপস্থাপনার জুটিটি দর্শক বেশ পছন্দ করছেন। এবারের আয়োজনটি দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি। 

নাদিয়া বলেন, ‘অনুষ্ঠানের আইডিয়া অসাধারণ। প্রথমবার নাঈমের সঙ্গে এ ধরনের একটি অনুষ্ঠান করছি। প্রতিপর্বে একজন তারকা অতিথি থাকেন। ইফতারির রেসিপি নিয়ে তাঁর সঙ্গে কথা হয়। অনুষ্ঠানে যারা অতিথি হয়ে আসেন তারা আমার খুবই কাছের মানুষ। এ কারণে তাদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটে। আশা করছি, আয়োজনটি দর্শকের পছন্দ হবে।’

সম্পর্কিত নিবন্ধ