ঢাকা প্রিমিয়ার লিগের শুরু থেকে বেশ আলোচনায় ছিলেন সাব্বির রহমান। পারটেক্স স্পোর্টিং ক্লাবে নাম লিখানোর পাশাপাশি এবার অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। কিন্তু তার দলের শুরুটা একদমই ভালো হলো না। রান পাননি সাব্বির নিজেও। তাতে হার দিয়ে প্রিমিয়ার লিগের যাত্রা শুরু হয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবের।

মঙ্গলবার শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। আগে ব্যাটিং করে শাইনপুকুর ৫ উইকেটে ২৯৮ রান করে। জবাব দিতে নেমে পারটেক্স গুটিয়ে যায় মাত্র ২২১ রানে। ৫০ মিনিট ক্রিজে কাটিয়ে সাব্বির ৪৭ বল খেলে মাত্র ২০ রান করেন ৩ বাউন্ডারিতে।

শাইনপুকুরের হয়ে এই ম্যাচে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন অনিক সরকার ও রায়ান রাফসান রহমান। অনিক ৭৮ বলে ৭৭ রান করেন ৫ চার ও ৪ ছক্কায়। অধিনায়ক রায়ান ৮১ বলে ৮৭ রান করেন ৭ চার ও ৩ ছক্কায়। এছাড়া মিনহাজুল আবেদীন সাব্বির ৩৫ বলে ৩০ এবং জুবায়ের হোসেন ১৪ বলে ৩৯ রান করেন ১ চার ও ৪ ছক্কায়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় শাইনপুকুর তিনশর কাছাকাছি পুঁজি পায়।

আরো পড়ুন:

শরিফুলের ভয়ংকর রূপ
১০ ওভারে ৫০ ডট বল, ১৪ রানে নিলেন ৪ উইকেট

মেজাজ হারালেন শান্ত, বড় হারে আবাহনীর শুরু

পারটেক্স লক্ষ্য তাড়ার সেই চ্যালেঞ্জ নিতে পারেনি। ১০৩ রানে ৫ উইকেট হারায় তারা। ১১০ রানে নেই ষষ্ঠ উইকেট। দলের হয়ে কোনো ব্যাটসম্যান ফিফটি ছোঁয়া ইনিংস খেলতে পারেননি। রুবেল মিয়া ৪০ এবং জাওয়াদ রোয়েন ৪৬ রান করেন। বাকিরা ছিলেন নিষ্প্রভ। বল হাতে আল ফাহাদ ও রাফিকুজ্জামান রাফি ৩টি করে উইকেট নেন। ২ উইকেট পেয়েছেন রাহিম আহমেদ। ১৪ রানে ৩ উইকেট নিয়ে রাফিকুজ্জামান পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

ঢাকা/ইয়াসিন/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ইনপ ক র র ন কর ন উইক ট

এছাড়াও পড়ুন:

টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং: দেশসেরা বুয়েট, ২য় বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাবির অবস্থান কত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে। ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫’ও প্রকাশ করেছে। প্রথমের দিকে না থাকলেও বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় সেই তালিকায় জায়গা করে নিয়েছে। ২০২৫ সালের এশিয়ার সেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা সেই তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ২৪টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

আরও পড়ুনটাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‌্যাঙ্কিং, ২ ক্যাটাগরিতে দেশসেরা বুয়েট–ড্যাফোডিল২৫ জানুয়ারি ২০২৫

যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে ২৩ এপ্রিল প্রকাশ করা র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ৩৫টি অঞ্চলের ৮৫৩টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা এই ১৩তম সংস্করণের তালিকায় দেখা গেছে, এশিয়া অঞ্চলের সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় জায়গা পায়নি। তালিকার ৩০১ থেকে ৩৫০–এর মধ্যে স্থান করে নিয়েছে দেশসেরা বুয়েট। দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্য অন্যতম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

আরও পড়ুনটাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে এবার পেছাল ঢাবি, শীর্ষস্থান হারাল ব্র্যাক, দেশসেরা ৫ বিশ্ববিদ্যালয় কোনগুলো০৯ অক্টোবর ২০২৪

তালিকায় ৩৫১ থেকে ৪০০–এর মধ্যে আছে দেশের ৩টি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। দেশের তালিকা অনুসারে তৃতীয় স্থানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, চতুর্থ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পঞ্চম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

২০২৪–এর তালিকায় বাংলাদেশে শীর্ষে ছিল বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটি। গতবারের তালিকায় এই বিশ্ববিদ্যালয় প্রথমে থাকলেও এবার (২০২৫) আছে ১২তম অবস্থানে। র‌্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত কয়েক বছরের র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম-দ্বিতীয় অবস্থানে থাকলেও এবার ঢাকা বিশ্ববিদ্যালয় আছে দশম স্থানে।

আরও পড়ুনটাইমস র‍্যাঙ্কিংয়ের সেরা ১০০০-এ দেশের ৫ বিশ্ববিদ্যালয়, নেই ঢাবি–বুয়েট১২ অক্টোবর ২০২৪

সম্পর্কিত নিবন্ধ