গাংনীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ভল্ট ভেঙে টাকা চুরি
Published: 4th, March 2025 GMT
মেহেরপুরের গাংনী উপজেলায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ভল্ট ভেঙে ৮ লাখ ১০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে বামন্দী বাসস্ট্যান্ড–সংলগ্ন নজরুল টাওয়ারের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
ইসলামী ব্যাংক বামন্দী এজেন্ট শাখার ব্যবস্থাপক হামিদুর রহমান বলেন, গতকাল ব্যাংকে লেনদেন বন্ধের পর হিসাব করে টাকা ভল্টে রাখা হয়। এরপর শাখাটি বন্ধ করে চলে যান কর্মকর্তারা। আজ মঙ্গলবার সকালে তিনি ব্যাংকটির প্রধান ফটকের তালা খুলে দেখেন যে ভল্টের তালা ভাঙা। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। গ্রাহকদের কোনো টাকা খোয়া যায়নি এবং তাঁদের লেনদেন স্বাভাবিকভাবে চলবে।
পুলিশ এবং ব্যাংকটিতে নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা জানান, যাওয়ার সময় ব্যাংকটির সিসিটিভি (ক্লোজ সার্কিট ক্যামেরা) ও ভিডিও সংরক্ষণে থাকা হার্ড ড্রাইভ (ডিডিআর) নিয়ে গেছে চোরেরা, ফলে চুরির সময়ের কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি।
এজেন্ট ব্যাংকটির দায়িত্বে আছেন সাজ্জাদুর রহমান। তিনি বলেন, বামন্দী বাজারে নিরাপত্তারক্ষীরা সারা রাত পাহারা দেন। এরপরও গ্রিল কেটে কীভাবে ব্যাংকের মতো একটি স্থানে চুরির ঘটনা ঘটে? আগের মতো পুলিশ এসব বাজার নজরদারি করে না। এ কারণে এমন ঘটনা ঘটছে।
ঘটনার পরপর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি বানী ইসরাইল জানান, ব্যাংকে চুরির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত চলছে। দ্রুত দোষী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গোলাগুলির পর শান্ত পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত পরিস্থিতি শান্ত হয়েছে। সোমবার রাতভর তোরখাম সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর মঙ্গলবার পরিস্থিতি শান্ত হয় বলে জানিয়েছে রয়টার্স।
সোমবার রমজানের প্রথম কর্মদিবসে যখন পাকিস্তান থেকে আফগানিস্তানে খাদ্য আমদানি সাধারণত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, সেই দিনটিতেই এই সংঘাত শুরু হয়। সংঘর্ষের কারণে প্রায় ১৫ হাজার স্থানীয় বাসিন্দা লান্ডি কোটালে পালিয়ে গেছেন।
পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, আফগান সীমান্তরক্ষীরা কোনো সতর্কতা ছাড়াই সরকারি ভবন এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল।
সোমবার তালেবান নিয়ন্ত্রিত আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একজন তালেবান যোদ্ধা নিহত এবং দুজন আহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন যে তাদের বাহিনীর সদস্যরাও আহত হয়েছেন।
তোরখাম ক্রসিং হচ্ছে পাকিস্তান এবং স্থলবেষ্টিত আফগানিস্তানের মধ্যে যাত্রী এবং পণ্য পরিবহনের প্রধান পথ। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশ দুটির মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ১ দশমিক ৬ বিলিয়ন ডলারেরও বেশি।
সীমান্তবর্তী শহরে বসবাসকারী আলী শিনওয়ারি রয়টার্সকে বলেন, “দুই দেশের মধ্যে উত্তেজনা এবং সীমান্ত ক্রমাগত বন্ধ থাকার কারণে সীমান্ত এলাকার মানুষদের জন্য একাধিক সমস্যা তৈরি হচ্ছে। মানুষ খুবই দরিদ্র এবং সীমান্ত সম্পর্কিত ব্যবসার উপর নির্ভরশীল।”
নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের সীমান্ত-এলাকা ফাঁড়ি নির্মাণ নিয়ে বিরোধের কারণে ২১ ফেব্রুয়ারি থেকে তোরখাম ক্রসিং বন্ধ রয়েছে।
ঢাকা/শাহেদ