অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

তিনি বলেন, ‘‘আগামীকাল শপথগ্রহণ আছে। নতুন উপদেষ্টা শপথ নেবেন। তিনি হলেন অধ্যাপক সি আর আবরার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তার প্রচুর লেখালেখি আছে।’’

আরো পড়ুন:

স্বরাষ্ট্র সচিব
কিশোর গ্যাংয়ের ছেলেরা দৌড়াচ্ছে, ভারী বুট পরা পুলিশ তার পিছনে দৌড়াতে পারে না

বাংলাদেশের সংস্কার কর্মসূচিকে সমর্থন করে ইইউ: হাদজা লাহবিব

‘‘আগামীকাল তিনি শপথ নেবেন। আমরা আশা করছি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন। অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেকদিন ধরে বলছিলেন যে তিনি একইসঙ্গে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পারছেন না,’’ বলেন শফিকুল আলম।

তিনি আরো বলেন, ‘‘এজন্য অধ্যাপক সি আর আবরার আসছেন আমাদের সঙ্গে। তিনি সম্ভবত শিক্ষার দায়িত্ব নেবেন।’’

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

ভিউ, লাইক–কমেন্ট নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ঝগড়া

বিচিত্র সব চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেতা মোশাররফ করিম। এই অভিনেতাকে এবার ব্লগার চরিত্রে দেখা যাবে। যিনি টিকটক, ফেসবুক লাইভ নিয়ে সারাক্ষণ প্রতিযোগিতায় ব্যস্ত থাকেন। মূলত একজন ব্লগারের সংসার ও জীবনের টানাপোড়েন দেখানো হয়েছে নাটকে। শুধু তা–ই নয়, গল্পে তাঁর স্ত্রীও টিকটক, ফেসবুক নিয়ে ব্লগিং নিয়ে ব্যস্ত থাকেন। এই নাটকের নাম ‘জামাই বউ ব্লগার।’

মোশাররফ করিম

সম্পর্কিত নিবন্ধ