রোহিঙ্গা শিশুদের সহায়তায় ৩.৩ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান
Published: 4th, March 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
জাপান এবং ইউনিসেফ রোহিঙ্গা শরণার্থী শিশুদের জন্য মানবিক সহায়তা জোরদার করতে ৩.৩ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে।
মঙ্গলবার (৪ মার্চ) এ তথ্য জানায় ঢাকার জাপান দূতাবাস। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এ সংক্রান্ত একটি চুক্তি ম্বাক্ষর করেছেন।
দূতাবাস জানায়, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক প্রয়োজনের প্রতি ইউনিসেফের প্রতিক্রিয়া সমর্থন করার জন্য জাপান সরকার প্রায় ৩.
রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, আমি ইউনিসেফের দ্বারা স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, সুরক্ষা ও জল, স্যানিটেশন এবং হাইজিনের মতো মূল খাতে প্রতিটি সন্তানের প্রয়োজনীয়তা পূরণের জন্য রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তাদের অগ্রণী প্রচেষ্টার প্রশংসা করতে চাই। জাপান এই মানবিক সংকটের জন্য টেকসই সমাধানে কাজ চালিয়ে যাবে এবং ইউনিসেফসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে সহযোগিতা করবে।
ইউনিসেফের প্রতিনিধি ফ্লাওয়ার্স বলেন, প্রতিদিন রোহিঙ্গা শিশুরা অপ্রতিরোধ্য প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে। রোহিঙ্গা শিশুরা শিক্ষার সীমিত সুযোগ পাচ্ছে, তারা অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাচ্ছে।
বিএইচ
উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
চকবাজারে স্টোভের আগুনে দগ্ধ নারীর মৃত্যু
রাজধানীর চকবাজারের ইসলামবাগে নিজ বাড়িতে স্টোভের আগুনে দগ্ধ শিউলি বেগম (৪০) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের বড় ভাই আবদুর রব বলেন, রোববার দুপুরে রান্না করতে গিয়ে স্টোভে কেরোসিন ঢালতে গিয়ে কেরোসিন পড়ে শিউলির শরীরে আগুন ধরে যায়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক মো. হারুনুর রশীদ বলেন, শিউলি বেগমের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। শিউলির গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার বিক্রমপুরে। বাবার নাম তোফাজ্জল হোসেন। স্বামীর নাম আলী হোসেন। তিনি প্লাস্টিক ব্যবসায়ী। বর্তমানে চকবাজার ইসলামবাগে নিজ বাড়িতে পরিবারের সঙ্গে থাকেন। তাঁদের দুই সন্তান রয়েছে।