চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে শুরুতে উইকেট হারানোর পর ট্রাভিস হেড ছোট্ট ঝড় দেখান। এরপর দলের রান একশ’ হতেই ভেঙেছে স্টিভ স্মিথ-মার্নাস লাবুশানের জুটি। 

অস্ট্রেলিয়া ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৫ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা স্মিথ ৪৪ রান করেছেন। তার সঙ্গী জস ইংলিশ। 

এর আগে দলের ৪ রানে ব্যক্তিগত শূন্য করে ফিরে যান অজি ওপেনার কুপার কনলি। ট্রাভিস হেড ৩৩ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে পাঁচটি চার ও দুটি ছক্কা আসে। চারে নামা মার্নাস লাবুশানে ৩৬ বলে ২৯  রানের ইনিংস খেলে ফিরেছেন। 

ফাইনালে যাওয়ার এই লড়াইয়ে অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়া ওপেনার ম্যাথু শটের ইনজুরিতে কনলিকে একাদশে রেখেছে। লেগ স্পিনার তানভীর সাংহা আছেন একাদশে। ভারত ৪ স্পিনার নিয়ে খেলছে।    

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সিরামিকশিল্পের মালিকদের সংগঠনে নতুন কমিটি

সিরামিকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) নতুন সভাপতি হয়েছেন মুন্নু সিরামিকের ভাইস চেয়ারম্যান মইনুল ইসলাম। এত দিন তিনি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি পদ পেয়েছেন মোনালিসা সিরামিকসের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ। সাধারণ সম্পাদক হয়েছেন ফার সিরামিকের পরিচালক ইরফান উদ্দীন। বিসিএমইএর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন গতকাল সোমবার ২০২৫-২৬ মেয়াদের জন্য বিসিএমইএর ১২ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের সদস্য মোরশেদ আলম ও ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল হাকিম (এক্সসিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রি লিমিটেড), সহসভাপতি রুসলান নাসির (মীর সিরামিক লিমিটেড), আয়েশা সানা আসিফ তাবানী (মিরপুর সিরামিক ওয়ার্কস লিমিটেড), রাশীদ মাইমুনুল ইসলাম (মুন্নু বোন চায়না লিমিটেড) ও আসিফ ইকবাল মাহামুদ (চারু সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড)। এ ছাড়া পরিচালক পদে আছেন ফারিয়ান ইউসুফ (প্যারাগন সিরামিক), সিফাত-ই-আরমান (বাংলাদেশ হার্ডল্যান্ড সিরামিকস), হামজা সাকিফ তাবানী (খাদিম সিরামিকস) ও মো. আশরাফুজ্জামান (পা–ওয়াং সিরামিক)।

সম্পর্কিত নিবন্ধ