আমি একা গিয়ে গর্ভপাত করিয়েছি: কুবরা
Published: 4th, March 2025 GMT
রুপালি জগতের মানুষগুলোকে ঝলমলে দেখালেও তাদের জীবনেও রয়েছে অন্ধকার দিক। রক্ত-মাংসের মানুষ বলে কথা! ব্যথা-বেদনার গল্পও তাদের জীবনের ভাঁজে ভাঁজে রয়েছে। এসব গল্প খুব কম মানুষই জানেন। এবার অন্ধকারের পর্দা টেনে বলিউড অভিনেত্রী কুবরা সাইত জানালেন, গর্ভপাত করিয়েছেন তিনি।
বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে কুবরা সাইত বলেন, “আমি যখন গর্ভপাত করিয়েছিলাম, মনে হয় না আমি তখন শক্তিশালী ছিলাম। আমি ফিট ছিলাম না; খুব দুর্বল ছিলাম। আমার সাহস বা শক্তি কোনোটাই ছিল না। কিন্তু এটা যদি না করতাম, তাহলে আমাকে এর সঙ্গে বাঁচতে হতো।”
“আমি যদি মারা যাই? আপনি নিজেই এই সিদ্ধান্ত নিচ্ছেন। কেউ জানে না। এটা আপনার জীবনের কোনো ছোট সিদ্ধান্ত নয়। আপনি জানেন না, এটি আপনার বাকি জীবনের উপর কতটা প্রভাব ফেলবে।” বলেন কুবরা।
আরো পড়ুন:
‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড ভাঙবে ‘স্পিরিট’?
সংগীতশিল্পী মিকার অভিযোগ, বিপাশার রহস্যময় পোস্ট
গর্ভপাত করানোর সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা মেনে নিতে কয়েক বছর লেগেছে কুবরার। এক পর্যায়ে কুবরা উপলদ্ধি করেন, ধরাবাঁধা নিয়ম ভেঙেছেন, সামাজিক রীতিনীতি ভেঙেছেন। এ সম্পর্কে কাউকে কিছু বলেননি তিনি। বরং একা গিয়ে গর্ভপাত করান। এসব ভাবনা তাকে শক্তি দেয়।
কুবরা সাইত বলেন, “এ সম্পর্কে কেউ জানত না। আমি একা গিয়ে গর্ভপাত করিয়েছিলাম। আমার মনে আছে, প্রায় দুই বা তিন সপ্তাহ পরে, এক বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল। আমরা একসঙ্গে ভ্রমণে গিয়েছিলাম। আমি আনমনে হয়ে গিয়েছিলাম, তার কোনো কথা শুনছিলাম না। হঠাৎ আমার মনে পড়ে যায়, আমি কাঁদতে শুরু করি।”
গর্ভপাত করানোর ৫-৬ বছর পার হওয়ার পরও ক্রমাগত বিরক্ত থাকতেন এবং প্রচুর রক্তপাত হতো। কিন্তু এরপরও কারো সঙ্গে বিষয়টি শেয়ার করেননি বলেও জানান কুবরা।
২০১১ সালে ‘রেডি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কুবরা সাইত। অভিষেক সিনেমায় সহশিল্পী হিসেবে পান সালমান খান ও অসিনকে। এরপর ‘সুলতান’, ‘গলি বয়’, ‘দেবা’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন কুবরা। সিনেমার চেয়ে ওয়েব সিরিজে বেশি কাজ করেছেন কুবরা। তার অভিনীত ‘স্যাক্রেড গেমস’ দারুণ সাড়া ফেলেছিল।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ন ক বর
এছাড়াও পড়ুন:
মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই: উপদেষ্টা রিজওয়ানা
অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মব জাস্টিস (উচ্ছৃঙ্খল জনতার বিচার) বা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এ দেশে নেই। সরকার এটার বিরুদ্ধে সব সময় শক্ত অবস্থানে রয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
রিজওয়ানা হাসান বলেন, যেহেতু এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরত আনা সম্ভব হয়নি বা আসেনি, সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো জায়গায় মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে।
মোহাম্মদপুরের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, আমরা জানতে পেরেছি উভয়পক্ষ পুলিশের সামনে একটি আপসনামায় সই করেছেন। যেহেতু দু’পক্ষই আপসনামায় সই করেছে সেক্ষেত্রে ওইটাকে আমাদের চূড়ান্ত বিবেচনা করতে হচ্ছে।
সৈয়দা রিজওয়ান হাসান বলেন, কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা, এজাতীয় আচরণ সরকার সমর্থন করে না।
বিএইচ