চাহিদা অনুযায়ী জোগান নেই, ‘লেবুর দেশে’ চড়া লেবুর দাম
Published: 4th, March 2025 GMT
মাটির উর্বরতা ও আবহাওয়া অনুকূল থাকায় পাহাড়-টিলা অধ্যুষিত সিলেটে লেবুর উৎপাদন বেশি হয়। এ জন্য সিলেটকে বলা হয় ‘লেবুর দেশ’। তবে এবার চাহিদা অনুযায়ী জোগান না থাকায় ‘লেবুর দেশে’ চড়া দামে বিক্রি হচ্ছে লেবু।
ক্রেতা-বিক্রেতাদের ভাষ্য, ইফতারের সময় ধনী-গরিবনির্বিশেষে সবার কাছে লেবুর শরবতের বেশ চাহিদা থাকে। ফলে রোজার সময় বাজারে লেবুর চাহিদা বাড়ে। চাহিদা যতটা, সে পরিমাণে জোগান নেই। এ কারণে লেবুর দাম একলাফে কয়েক গুণ বেড়ে গেছে।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ‘সবজি বাজার পরিদর্শন করেছি। সবজি ব্যবসায়ীরা বলেছেন, তাঁরা প্রতি হালি ছোট লেবু ৬০ টাকা এবং বড় লেবু ১০০ টাকায় বিক্রি করছেন। তাঁদের দাবি, পাইকারি বাজার থেকে তাঁরা ১০০টি ছোট লেবু ১ হাজার ৪০০ টাকায় এবং বড় লেবু ২ হাজার ২০০ টাকায় কিনেছেন। সেসব যাচাই করা হবে। কেউ বেশি লাভ করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।’
বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে সিলেট শহরতলি এলাকা, জৈন্তাপুর, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থেকে চাহিদার অর্ধেক বেশি লেবু সরবরাহ করা হচ্ছে স্থানীয় বাজারগুলোতে। এর বাইরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকেও সিলেটে লেবু আসে।
নগরের বন্দরবাজারে সরেজমিনে দেখা গেছে, এলাকায় প্রতি হালি মাঝারি লেবু ৮০ থেকে ১০০ টাকা, চাষি লেবু ১০০ টাকা, টনা লেবু ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। ১০ দিন আগেও এসব লেবু প্রতি হালি ৫০ থেকে ৬০ টাকার কমে বিক্রি হয়েছে। এ ছাড়া এখন আকারভেদে একেকটি জারা লেবু বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে ১০০০ টাকায়। এ লেবু আগে ১৫০ থেকে ৩০০ টাকা কমে মিলত।
বন্দরবাজার লালবাজার-সংলগ্ন মাছবাজারের পাশে কয়েকটি লেবুর দোকান আছে। সোমবার বেলা দেড়টার দিকে এখানে লেবু কিনতে এসেছিলেন সোবহানীঘাট এলাকার বাসিন্দা মহিতুর রহমান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বড় আকারের যে লেবু চার-পাঁচ দিন আগে ৮ টাকায় কিনেছি, সে লেবু এখন ৩০ টাকায় কিনতে হচ্ছে। কোনো কারণ ছাড়াই অযৌক্তিকভাবে দাম বাড়ল।’
রিকাবিবাজার এলাকার সবজি ব্যবসায়ী মো.
সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় মোট লেবুবাগান ১ হাজার ৪৫৭টি। এর মধ্যে ৮২৫টি জারা লেবুর বাগান এবং ৬৩২টি অন্যান্য জাতের লেবুর বাগান। ২০২৩-২৪ অর্থবছরে ৫৩১ হেক্টর জমিতে লেবুর চাষ হয়েছে, মোট লেবু হয়েছে ৪ হাজার ৪৩৯ টন।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণভাগ চৌধুরীপাড়ার আলভীনা গার্ডেনের স্বত্বাধিকারী মো. আবদুর রব বলেন, তিনি আড়াই বিঘা জমিতে সিডলেস লেবু চাষ করেছেন। মৌসুম শেষ হওয়ায় তাঁর বাগানেও এখন লেবু নেই। আবার চাহিদাও বেড়েছে। তাই দামও বাড়তি। তিনি বর্তমানে দৈনিক ২০০ লেবু বিক্রি করতে পারছেন। পাইকারি দামে প্রতি হালি ৮০ টাকায় বিক্রি করছেন। সেসব লেবু খুচরা বাজারে হালি বাজারে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এসব লেবুই রমজানের দুই সপ্তাহ আগে প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করেছেন।
সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আনিছুজ্জামান বলেন, লেবুর মৌসুম শেষ হয়ে গেছে। তবে সিলেটের বাগানগুলোতে এখন পর্যাপ্ত পরিমাণে সিডলেস লেবু পাওয়া যাচ্ছে। তাই হুট করে দাম বেড়ে যাওয়ার যুক্তিসংগত কোনো কারণ নেই।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রতিদিন নেবেন ১ কোটি রুপি, ভারতীয় সিনেমায় অভিষেক ওয়ার্নারের
তাহলে তেলেগু সিনেমায় অভিষেক হয়েই যাচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারের। ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় কিস্তিতে ওয়ার্নারের থাকার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তিনি ছিলেন না। তবে ওয়ার্নারকে এবার দেখা যাচ্ছে ‘রবিনহুড’ সিনেমায়।
তেলেগু ভাষার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তেলেগু হিরো নিতিন। ওয়ার্নারের অভিনয় করার খবর নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক রবি শংকর।
ইকোনমিক টাইমসসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়ার্নারের চরিত্রটি হতে যাচ্ছে ক্যামিও। এ জন্য তিনি প্রতিদিন নেবেন এক কোটি রুপি। তেলেগু ভাষাভাষীর সঙ্গে ওয়ার্নারের সম্পর্কটা পুরোনো। অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার আইপিএলে সাত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৯৫টি ম্যাচ খেলেছেন।
হায়দরাবাদের একমাত্র আইপিএল শিরোপা এসেছে এই ওয়ার্নারের হাত ধরে