শ্রমিক কল্যাণ তহবিলে ১ কোটি ৩৯ লাখ টাকা দিল এসিআই
Published: 4th, March 2025 GMT
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী কোম্পানির বাৎসরিক লভ্যাংশের ০.৫ শতাংশ হারে ১ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ৬৯৭ টাকা সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে জমা দিয়েছে এসিআই লিমিটেড।
মঙ্গলবার (৪ মার্চ) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেনের হাতে চেক হস্তান্তর করা হয়।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো.
এসিআই লিমিটেড অনেক বড় ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান, উল্লেখ করে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, তাদের দেওয়া অর্থ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা হবে। বাংলাদেশের সব অঞ্চল ও স্তরের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও শ্রমিকের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে এ অর্থ ব্যয় হবে।
তিনি বলেন, এ টাকা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কাছে একধরনের আমানত। এ ধরনের অনুষ্ঠানের ফলে অন্যান্য প্রতিষ্ঠান শ্রম আইন অনুযায়ী শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে মুনাফার নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে উৎসাহিত হবে। অনেক বড় প্রতিষ্ঠান, বিল্ডার্স কোম্পানিসহ বিভিন্ন গ্রুপ অব কোম্পানি তাদের লভ্যাংশের অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দেবে।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের অর্থ দুস্থ শ্রমিক ও মৃত শ্রমিকদের পরিবারকে অনুদান, শিক্ষাবৃত্তি এবং শ্রমিকদের জরুরি চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা।
ঢাকা/নঈমুদ্দীন/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নদীতে ভাসছিল হাত–পা বাঁধা তরুণের লাশ
কক্সবাজারের পেকুয়ায় মাতামুহুরী নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি মোহাম্মদ মুজিব (১৮) নামের এক অটোরিকশাচালকের। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে পেকুয়া সদর ইউনিয়নের সৈকতপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে বদরখালী নৌ পুলিশ।
মোহাম্মদ মুজিব চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া এলাকার প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে। তাঁর ভাই আবদুল আজিজ ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ কফিল উদ্দিন লাশটি শনাক্ত করেছেন। এর আগে সকালে স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় লাশটি দেখে পুলিশে খবর দেন। পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন বলেন, আজ সকালে মাতামুহুরী নদীতে একটি লাশ ভাসতে দেখা যায়। পরে পেকুয়া থানা-পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছায়। তবে লাশের অবস্থান নদীতে হওয়ায় পেকুয়া থানা-পুলিশ বদরখালী নৌ পুলিশকে খবর দেয়। নৌ পুলিশ লাশটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় মাতামুহুরী নদীর পাড়ে একটি ব্যাটারিবিহীন ইজিবাইক (স্থানীয় ভাষায় টমটম) দেখা গেছে। এ ইজিবাইকটি চালাতেন মুজিব। পেকুয়া থানা-পুলিশ ইজিবাইকটি জব্দ করেছে।
গতকাল সোমবার সন্ধ্যা সাতটা পর্যন্ত মুজিবের সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল বলে জানান তাঁর ভাই আবদুল আজিজ। তিনি বলেন, সাতটায় যখন কথা হয়, তখন মুজিব গাড়ি চালাচ্ছিলেন। দিবাগত রাত ১২টার দিকেও তিনি ঘরে না ফেরায় অনেক জায়গায় খোঁজ নেওয়া হয়। একপর্যায়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ দুপুর ১২টার দিকে কয়েকজন খবর দেন মুজিবের লাশ নদীতে ভাসছে।
আবদুল আজিজ অভিযোগ করেন, মাসখানেক আগে পূর্ব বড় ভেওলা এলাকার কয়েকজন পেশাদার চোর মুজিবের ইজিবাইক চুরি করার হুমকি দেয়। একই সঙ্গে তাঁকে মেরে লাশ গুম করবে, এমনও বলেছিল। ওই চোর চক্রটি তাঁর ভাই মুজিবকে মেরে হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে। তিনি এ ঘটনার বিচার চান।
বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। লাশটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আগামীকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।