জুলাইলিপি প্রতিযোগিতার ফলাফল প্রকাশ
Published: 4th, March 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘জুলাইলিপি প্রতিযোগিতা ২০২৪’ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় ঢাবি ছাত্র শিবিরের অফিশিয়াল ফেসবুক পেজে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে জাগরূক রাখতে আয়োজিত এবারের প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। লেখার সার্বিক মান পর্যালোচনা করে বিচারকগণ ৫০ জন প্রতিযোগীকে চূড়ান্ত বিজয়ী হিসেবে মনোনীত করেন।
বিচারকদের রায়ে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান উদ্দীন, জিয়াউল হক জিয়া ও মাহমুদুল হাসান হাশেমী। প্রতিযোগিয়া চূড়ান্তভাবে বিজয়ীদের জন্য থাকছে পূর্বঘোষিত প্রাইজমানি ও বই।
এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, “জুলাই আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এর সঠিক ইতিহাস সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। জুলাই যোদ্ধাদের হাতে লেখা নিজেদের অভিজ্ঞতা এ ইতিহাসকে সমৃদ্ধ করবে। নতুন করে যেন ইতিহাসের বিকৃতিকরণ না হয়, সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমাদের এ উদ্যোগ।”
বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সম্মাননা করতে শীঘ্রই আনুষ্ঠানিকতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন ঢাবি শাখা শিবিরের সাহিত্য সম্পাদক মো.
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেমন হলো সালমান-রাশমিকার ‘সিকান্দার’র প্রথম গান
আগামী ঈদে মুক্তির জন্য প্রস্তুত সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। টিজারে সালমানের অ্যাকশন দেখে দর্শকরা শিহরিত হচ্ছেন। এরই মধ্যে আজ সন্ধ্যায় এলো ‘সিকান্দার’ সিনেমার প্রথম গান ‘জহরা জামিন’।
ফারাহ খানের নৃত্যপরিচালনায় গানটিতে সালমান খান ও রাশমিকা মান্দানার জুটি নজর কেড়েছে দর্শকের। নাকাশ আজিজ এবং দেব নেগির কণ্ঠে ‘জাহরা জাবিন গানটির কথা লিখেছেন সমীর এবং দানিশ সাবরি। মাঝে রয়েছে প্যাপ মিউজিকের ছোয়া। প্রিতমের মিউজিকে গানটি নেট দুনিয়ায় মুক্তি পেতেই ভাইজানের অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
সিকান্দার অসহায় মানুষের পক্ষে লড়াই করেন। তবে সেই লড়াই করতে গিয়ে বেছে নেয় প্রতিশোধের পথ। তাই তার সংলাপ, ‘বিচার চাইতে আসিনি, এসেছি হিসাব মেটাতে।’
সিকান্দার-এ সালমান ও রাশমিকা মান্দানা ছাড়াও অভিনয় করেছেন, কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন যোশী, প্রতীক বাব্বর।
সালমানকে সবশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে ‘টাইগার ৩’ সিনেমায়। তারপর বেশ কিছু সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে। তাই ‘সিকান্দার’ নিয়ে সালমান খানের ভক্তদের প্রত্যাশা তুঙ্গে।