চ্যাম্পিয়নস লিগে ৫০০ পূরণের অপেক্ষায় রিয়াল
Published: 4th, March 2025 GMT
রিয়াল মাদ্রিদকে বলা হয় চ্যাম্পিয়নস লিগের রাজা। এই মঞ্চে রিয়াল অপ্রতিরোধ্য এক দল। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫টি শিরোপা জিতেছে তারা, যা কিনা দুই নম্বরে থাকা এসি মিলানের দ্বিগুণের বেশি।
তবে শুধু শিরোপা জয়ের হিসাবেই নয়, চ্যাম্পিয়নস লিগের দলীয় ও ব্যক্তিগত অনেক পরিসংখ্যানেও রিয়ালের একচ্ছত্র দাপট। এমনকি আজ রাতেও চ্যাম্পিয়নস লিগে নতুন এক মাইলফলক স্পর্শ করবে তারা।
আজ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে আতলেতিকোর বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে বা ইউরোপিয়ান কাপে প্রথম দল হিসেবে ৫০০ ম্যাচ খেলার গৌরব অর্জন করবে মাদ্রিদের ক্লাবটি। ৫৫ মৌসুম খেলে গড়া রিয়ালের এই কীর্তির আশপাশেও নেই অন্যরা।
আরও পড়ুন আলভারেজ–ছোঁয়ায় কি এবার আতলেতিকোর গল্প বদলে যাবে৬ ঘণ্টা আগেএই তালিকার দুইয়ে আছে জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ। যারা ৪১ মৌসুমে খেলেছে ৪০৪ ম্যাচ। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনা ৩৫ মৌসুমে খেলেছে ৩৫৭ ম্যাচ। বার্সেলোনার পর এই তালিকায় আছে জুভেন্টাস ও বেনফিকা। এই দুই দল খেলেছে যথাক্রমে ৩১১ ও ৩০৩ ম্যাচ।
রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের ত্রয়ী এমবাপ্পে, ভিনিসিয়ুস ও বেলিংহাম (বাঁ থেকে).উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ
এছাড়াও পড়ুন:
ডিজিটাল নিরাপত্তা আইনে দুই সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
পটুয়াখালীর দুই সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কামরুজ্জামান জুয়েল।
ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে মির্জাগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে কামরুজ্জামান জুয়েল নিজেকে মির্জাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি উল্লেখ করেছেন।
আসামিরা হলেন– দৈনিক সমকালের পটুয়াখালী জেলা প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন, চ্যানেল টোয়েন্টিফোরের পটুয়াখালী জেলা প্রতিনিধি এম কে রানা ও মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী এলাকার বাসিন্দা মাসুম হাওলাদার।
গত ১৬ এপ্রিল দৈনিক সমকালে ‘চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর বিএনপি নেতার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। একই দিন চ্যানেল টোয়েন্টিফোরের অনলাইনে ‘মাসে ৫০ হাজার টাকা না দিলে ব্যবসা বন্ধের হুমকি বিএনপি নেতার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। মাসুম হাওলাদার তাঁর ফেসবুকে প্রতিবেদনটি শেয়ার করায় তাঁকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, সংবাদগুলো ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। এগুলো বাদীর সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করেছে।
এ ব্যাপারে মুফতী সালাহউদ্দিন ও এম কে রানা জানান, কারও মর্যাদা ক্ষুণ্ন নয়, তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রতিবেদন করেছেন তারা। এমন কিছু না ঘটলে রাসেল মৃধা অভ্যন্তরীণভাবে বিরোধ নিষ্পত্তি হওয়ার দাবি করে অভিযোগ প্রত্যাহারে কেন থানায় আবেদন করেছেন?
এদিকে মামলাটি নিয়ে পটুয়াখালীর সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং সাংবাদিকদের হয়রানি করতে এটি করা হয়েছে জানিয়ে দ্রুত মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।