চ্যাম্পিয়নস লিগে ৫০০ পূরণের অপেক্ষায় রিয়াল
Published: 4th, March 2025 GMT
রিয়াল মাদ্রিদকে বলা হয় চ্যাম্পিয়নস লিগের রাজা। এই মঞ্চে রিয়াল অপ্রতিরোধ্য এক দল। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫টি শিরোপা জিতেছে তারা, যা কিনা দুই নম্বরে থাকা এসি মিলানের দ্বিগুণের বেশি।
তবে শুধু শিরোপা জয়ের হিসাবেই নয়, চ্যাম্পিয়নস লিগের দলীয় ও ব্যক্তিগত অনেক পরিসংখ্যানেও রিয়ালের একচ্ছত্র দাপট। এমনকি আজ রাতেও চ্যাম্পিয়নস লিগে নতুন এক মাইলফলক স্পর্শ করবে তারা।
আজ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে আতলেতিকোর বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে বা ইউরোপিয়ান কাপে প্রথম দল হিসেবে ৫০০ ম্যাচ খেলার গৌরব অর্জন করবে মাদ্রিদের ক্লাবটি। ৫৫ মৌসুম খেলে গড়া রিয়ালের এই কীর্তির আশপাশেও নেই অন্যরা।
আরও পড়ুন আলভারেজ–ছোঁয়ায় কি এবার আতলেতিকোর গল্প বদলে যাবে৬ ঘণ্টা আগেএই তালিকার দুইয়ে আছে জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ। যারা ৪১ মৌসুমে খেলেছে ৪০৪ ম্যাচ। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনা ৩৫ মৌসুমে খেলেছে ৩৫৭ ম্যাচ। বার্সেলোনার পর এই তালিকায় আছে জুভেন্টাস ও বেনফিকা। এই দুই দল খেলেছে যথাক্রমে ৩১১ ও ৩০৩ ম্যাচ।
রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের ত্রয়ী এমবাপ্পে, ভিনিসিয়ুস ও বেলিংহাম (বাঁ থেকে).উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ
এছাড়াও পড়ুন:
যশোরে ঈদ সামনে রেখে ৭০০ পুলিশ মোতায়েন হবে: ভারপ্রাপ্ত এসপি
পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর সামনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যশোর জেলার ৯টি থানায় অতিরিক্ত ৭ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হবে।
আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী।
নূরে আলম সিদ্দিকী জানান, জেলার ৯টি থানায় পুলিশের ২৫টি পেট্রোল টিম, ৬০টি মোবাইল টিম, ১৩টি পিকেট টিম ও ২৭টি বাইক মোবাইল টিম সার্বক্ষণিক টহল দেবে। এছাড়াও কোতোয়ালি থানা এলাকায় ২৮টি মোবাইল টিম, ৪টি পিকেট টিম ও ৭টি ফুল পেট্রোল টিম কাজ করবে। শহরের প্রধান সড়ক ও অলিগলিতে মোটরসাইকেলে মোবাইল টিম টহল দেবে। পাশাপাশি সাদা পোশাকে বিশেষ টিম, রেডি টু মুভ ও কুইক রেসপন্স টিম সার্বক্ষনিক প্রস্তুত থাকবে। ছিনতাই চক্র ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় রিকশা মালিক সমিতির সহযোগিতা নেওয়া হবে।
আরো পড়ুন:
ঈদের ছুটিতে দেশে এসে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ
বাসচালককে পেটানোর অভিযোগ ইউএনওর বিরুদ্ধে, মহাসড়কে বিক্ষোভ
ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, রমজানে ছিনতাই ও অন্যান্য অপরাধ ঠেকাতে পুলিশ তৎপর থাকবে। প্রতিটি ব্যাংকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। বড় অঙ্কের আর্থিক লেনদেনের সময় পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ আবুল বাশার, রুহুল আমিন, সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান, যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া প্রমুখ।
ঢাকা/রিটন/বকুল