গুগলে চাকরির সাক্ষাৎকারে যে প্রশ্নের উত্তর দিতে ভুল করেন অনেকে
Published: 4th, March 2025 GMT
চাকরি পাওয়ার জন্য সাক্ষাৎকার পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা যদি প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলে চাকরির জন্য হয়ে থাকে, তবে তো কথাই নেই। কারণ, প্রার্থীদের সৃজনশীলতা ও কল্পনাশক্তি যাচাই করার জন্য মূল প্রশ্নের পাশাপাশি অদ্ভুত ও উদ্ভট প্রশ্ন করে থাকে গুগল। এসব প্রশ্নের উত্তর কেউ দিতে পারেন, কেউ পারেন না। তবে একটি প্রশ্নের উত্তর বেশির ভাগ প্রার্থীই ভুল করেন। প্রশ্নটি করার আগে প্রার্থীদের কল্পনা করতে বলা হয়, তাদের শরীরের আকার একটি কয়েনের মতো হয়ে গেছে। তারপর তাদের একটি লম্বা ব্লেন্ডারের ভেতর ফেলে দেওয়া হয়েছে। তখন জিজ্ঞাসা করা হয়, ৬০ সেকেন্ডের মধ্যে ব্লেন্ডার চালু হওয়ার আগে আপনি পালানোর জন্য কী করবেন?
প্রশ্নটির উত্তরে অনেকেই বলেন, ব্লেন্ডার থেকে এক লাফেই বের হয়ে আসা যাবে। প্রায় সঠিক উত্তর হিসেবে বিবেচিত এই উত্তর আসলে ঠিক নয়। প্রশ্নটি সহজ বলে মনে হলেও সঠিক উত্তর দেওয়ার জন্য এক বৈজ্ঞানিক রহস্য আপনাকে জানতেই হবে। একজন মানুষ যদি একটি কয়েনের আকার ধারণ করে তাহলে ব্লেন্ডারের দেয়াল হবে মানুষের উচ্চতার প্রায় ১৫ গুণ, যা প্রায় আটতলা একটি ভবনের সমান লাফানোর সমতুল্য।
এই প্রশ্নের উত্তর জানতে বায়োমেকানিকসের জনক হিসেবে পরিচিত ১৭ শতকের বিজ্ঞানী আলফোনসো বোরেলির গবেষণা তথ্য বেশ কার্যকর। বোরেলি সেই সময় লক্ষ্য করেছিলেন, বিভিন্ন আকারের প্রাণী একই উচ্চতায় লাফ দেয়। ভর ও উচ্চতা যা–ই হোক না কেন কুকুর, বিড়াল, ঘোড়া কিংবা কাঠবিড়ালি সবাই প্রায় ১.
সাধারণ তত্ত্বে যদি আপনাকে একটি কয়েনের আকারে সংকুচিত করা হয় তবে আপনার শক্তি ও ওজনের অনুপাত অনেক বেশি হবে। তখন আপনি–আপনার উচ্চতার বহুগুণ দ্রুত লাফ দিতে পারবেন। তখন যেহেতু আপনার পা খুব ছোট হবে, তাই আপনার পা মাটি ছেড়ে যাওয়ার আগে আপনি খুব অল্প সময়ের জন্য মাটিতে ধাক্কা দেবেন। এতে অবশ্য আপনি ব্লেন্ডার থেকে একবারে বের হতে পারবেন না। ব্লেন্ডার থেকে বের হওয়ার জন্য আপনাকে উচ্চশক্তি ব্যবহার করে ব্লেন্ডারের ব্লেডকে স্প্রিংয়ের মতো ব্যবহার করে লাফ দিতে হবে। ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে একবারে ব্লেডের ওপরে চাপ প্রয়োগ করলে আপনি বের হয়ে আসতে পারবেন।
আরও পড়ুনলিংকডইনে পছন্দের চাকরির সন্ধান পেতে যে ৫টি কাজ করতে হবে১১ অক্টোবর ২০২৪এ বিষয়ে যুক্তরাজ্যের লিংকন ইউনিভার্সিটির ইনসেক্ট মোশন বিশেষজ্ঞ অধ্যাপক গ্রেগরি সাটন বলেন, আপনি শুধু পেশিকে এমন কিছু হিসেবে কল্পনা করেন যা শক্তি উৎপন্ন করে। তখন পেশি যান্ত্রিক শক্তি তৈরি করবে, যা বিভিন্ন প্রাণীকে একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত লাফাতে সাহায্য করে। যদি সেই প্রাণীটি আকারের অর্ধেক হয়, তার অর্ধেক শক্তি থাকবে। তখন তা অর্ধেক ভর দিয়ে একই উচ্চতায় লাফ দিতে পারবে। একটি ঘাসফড়িং প্রায় এক মিটার উঁচুতে লাফ দিতে পারে। ফড়িং দুটি হাত ধরে - দ্বিগুণ ভর ও দ্বিগুণ পেশি নিয়ে এক মিটার উঁচুতে লাফ দিতে পারে।
সূত্র: ডেইলি মেইল
আরও পড়ুনলিংকডইনে জীবনবৃত্তান্ত যোগ করবেন যেভাবে১৩ ডিসেম্বর ২০২২উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রব ন র জন য আপন র
এছাড়াও পড়ুন:
নভোথিয়েটার থেকে বঙ্গবন্ধুর নাম বাদ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এটি অনুমোদন করা হয়। তবে এসব আইনে কী সংশোধন আনা হয়েছে, সে বিষয়ে কিছু বলা হয়নি।
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, বিপুলসংখ্যক প্রতিষ্ঠানের বিশেষ পরিবারের নামে নামকরণ করা হয়েছিল। আমরা দুটো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন (সংশোধন) অধ্যাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
এ ছাড়া ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস পালনের প্রস্তাব এবং রোজার মাসে সরকারি ও আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের সময়সূচি নির্ধারণের প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে সরকারি ব্যয় কমাতে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস একই সঙ্গে (২০ অক্টোবর) উদ্যাপনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ আগস্ট থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত উপদেষ্টা পরিষদের ২২টি বৈঠকে ১৩৫টি সিদ্ধান্ত হয়েছে, এর মধ্যে ৯২টি বাস্তবায়িত হয়েছে। এ সময় ২০টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এ ছাড়া দুটি নীতিমালা অনুমোদন এবং ১১টি দ্বিপক্ষীয়, আন্তর্জাতিক চুক্তি ও প্রটোকল উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।