সাউথইস্ট ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তন গত বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি ও সাউথইস্ট ইউনিভার্সিটির চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি শিক্ষার্থীদের মধ্যে ডিগ্রি প্রদান করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

এই সমাবর্তনে বিভিন্ন বিভাগের মোট ১ হাজার ৯২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চন্দ্রিমা চক্রবর্তী, ফার্মেসি বিভাগের আরিফুল করিম, বিবিএ বিভাগের রেমা রাণী পল, ফার্মেসি বিভাগের সুমাইয়া আক্তার ও ফার্মেসি বিভাগের হাবিবা খানম লুবনা তাঁদের স্নাতক ডিগ্রি ৪.

০ সিজিপিএসহ সম্পন্ন করেন এবং সম্মানজনক চ্যান্সেলর স্বর্ণপদক অর্জন করেন।

সর্বোচ্চ সিজিপিএ ভিত্তিতে নির্বাচিত বিভিন্ন বিভাগের ২৭ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়। সমাবর্তন সভাপতি মো. তৌহিদ হোসেন গ্র্যাজুয়েটদের হাতে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন, আর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন। চন্দ্রিমা চক্রবর্তী সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন।

সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম নৈতিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের কেবল বস্তুগত সাফল্যের বাইরে গিয়ে চিন্তাভাবনা করার আহ্বান জানান।

সমাবর্তন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম এবং সহ–উপাচার্য অধ্যাপক এম মোফাজ্জল হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.)।

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ২০০ টাকা ভাতা০৩ মার্চ ২০২৫

সমাবর্তনে সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সদস্যগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স উথইস ট ইউন ভ র স ট র অন ষ ঠ ন কর ন

এছাড়াও পড়ুন:

বিশ্ব স্কুল দাবায় চ্যাম্পিয়ন ৭ বছরের প্রাগনিকা

সার্বিয়ায় অনুষ্ঠিত বিশ্ব স্কুল দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব-৭ বিভাগে সোনা জিতেছে ভারতের প্রাগনিকা। মাত্র ৭ বছর বয়সী এই বালিকা ৯ রাউন্ডের সব কটিতেই জয়ী হয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেছে। এবারের আসরে এটিই ভারতের একমাত্র স্বর্ণপদক।  

ভারত থেকে ২২ জন খেলোয়াড় অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। তাদের মধ্যে প্রাগনিকা ছাড়াও আরও দুজন পদক জিতেছে। অনূর্ধ্ব-৭ ওপেন বিভাগে বিজেশ দেবী এবং অনূর্ধ্ব-১১ মহিলা বিভাগে ওম এশ গোত্তুমুকালা রুপা জয় করেছেন।  

প্রাগনিকার বাবা রামনাদ জানিয়েছেন, বড় বোন বরেণ্যার অনুপ্রেরণায় দাবার প্রতি আগ্রহী হয় প্রাগনিকা। বরেণ্যা গুজরাটের দাবায় ইতোমধ্যে সুনাম কুড়িয়েছে। করোনার সময় বোনকে বিভিন্ন প্রতিযোগিতায় খেলতে দেখে দাবার প্রতি আকৃষ্ট হয় প্রাগনিকা। মাত্র দেড় বছরেই আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন তার প্রতিভারই প্রমাণ।  

বরেণ্যা এখনও জাতীয় পর্যায়ে বড় সাফল্য পাননি। এ নিয়ে রামনাদ বলেন, ‘বরেণ্যা প্রথমে জেলা, পরে রাজ্য চ্যাম্পিয়ন হলেও জাতীয় পর্যায়ে ভালো করতে পারেনি। তবে প্রাগনিকা রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় দাবায় রানার্সআপ হয়েছিল। এবার আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণপদক জিতেছে।’  

প্রাগনিকার সাফল্যের অন্যতম দিক ছিল অষ্টম রাউন্ডে ভারতের শ্রেয়াংসি জৈনকে হারানো। জাতীয় দাবায় রানার্সআপ হওয়ার পথে এই প্রতিদ্বন্দ্বীর কাছেই হেরেছিল সে। তবে এবার আন্তর্জাতিক মঞ্চে শ্রেয়াংসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ছোট্ট প্রাগনিকা।

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্ব স্কুল দাবায় চ্যাম্পিয়ন ৭ বছরের প্রাগনিকা