সরাসরি: টস হারের রেকর্ড সমৃদ্ধ করে ফিল্ডিংয়ে ভারত
Published: 4th, March 2025 GMT
নিজেদের টস হারার রেকর্ড সমৃদ্ধ করল ভারত
আবার টস হারল ভারত। টানা ১৪টি এক দিনের ম্যাচে টস হারল ভারতীয় দল। অন্যদিকে কাপ্তান হিসাবে রোহিত টানা ১১টি এক দিনের ম্যাচে টস হারলেন। সেমিফাইনালে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত স্টিভ স্মিথের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে বল করবে ভারত।
প্রতিষোধের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমি ফাইনালেই মাঠে নামছে সবশেষ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-ভারত। চোখ বন্ধ করেই বলে দেওয়া যায় বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এই মহারণে রোহিত শর্মার দল এগিয়ে।
ভারত দলের জন্য হাতের তালুর মতই মুখস্থ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। কন্ডিশনের সুবিধা নিয়ে রোহিত শর্মার দল অবশ্যই অজিদের বিপক্ষে বহু পুরোনো হিসেব মিলাতে চাইবে আজকে।
২০২৩ বিশ্বকাপ ফাইনালে ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের এক লক্ষ তিরিশ হাজার দর্শককে চুপ করিয়ে শিরোপা জেতেছিল অস্ট্রেলিয়া । তার আগে একই বছরে রোহিত-কোহলিদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশীপ জিতেছিল অজিরা। আর এই বছরই (২০২৫) বোর্ডার গাভাস্কার সিরিজে ৩-১ ব্যবধানে হেরেছে ভারত।
আরো পড়ুন:
সেমি ফাইনালটা মূলত ভারত বনাম হেড
ভারতের বহুল কাঙ্ক্ষিত ‘প্রতিশোধের’ ম্যাচ
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর টস হ র ফ ইন ল
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে মসজিদে হামলা-ভাঙচুর, প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ
সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসল্লীরা। এসময় বিক্ষোভকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ-মিছিল করে মুসল্লীরা।এসময় মুসুল্লীদের সঙ্গে উপস্থিত ছিলেন, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা, মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল হোসেন, জাফর ইকবাল বকুল, আব্দুল রহিম সাজু, মোরশেদ আলম, জয়নাল আবেদীন জুয়েলসহ আরো অনেকে।
বিক্ষোভকারীরা বলেন, আল্লাহর ঘর মসজিদে হামলা-ভাঙচুরের মত নিকৃষ্ট ও ঘৃণিত কাজ আমরা কখনোই মেনে নিতে পারি না। নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন বলেন, হামলাকারীদের যতক্ষন পর্যন্ত প্রশাসন গ্রেফতার না করবে, আমরা রাস্তা ছড়বো না।
প্রশাসনের উদ্দেশ্যে মোক্তার হোসেন আরো বলেন, বিগত আমলেও হামলা হয়েছে। আপনারা কোন ব্যবস্থা নেন নাই, আসামীদের গ্রেফতার করতে পারেন নাই। ঐসব সন্ত্রাসীরাই গতকাল রাতে মসজিদে হামলা করে ভাঙচুর করেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করা হোক।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে মুসুল্লীরা অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর আলম জানান, মসজিদে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক স্থানীয়রা অবরোধ করে। ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। বর্তমানে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক আছে।