ঘোড়াঘাটে টিসিবির পণ্য আনতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Published: 4th, March 2025 GMT
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বর থেকে সকালে টিসিবির পণ্য নিয়ে বাইসাইকেলে বাড়িতে ফিরছিলেন বৃদ্ধ আবদুল বাকী। পথে বাজারের ব্যস্ত মহাসড়ক পার হতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাঁকে সজোরে ধাক্কা দেয়। মহাসড়কের ওপর ছড়িয়ে–ছিটিয়ে পরে টিসিবির পণ্য। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত আবদুল বাকী (৭০) উপজেলার সিংড়া ইউনিয়নের মারুপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ওমর ফারুককে (৩০) আটক করেছে পুলিশ। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সবুজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ ও স্থানীয় এক ইউপি সদস্য জানান, আজ সকালে সিংড়া ইউপি চত্বর থেকে টিসিবির পণ্য কিনে নিজের বাইসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন বাকী। পথে রানীগঞ্জ বাজারের মধ্য দিয়ে যাওয়া আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় ঘোড়াঘাট থেকে দিনাজপুর অভিমুখী একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় আবদুল বাকী নামের একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে। বাকীর মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা স্বাস্থ্য বিভাগের: ডিজি
স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর জানিয়েছেন, দেশের সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সংকট দূর করতে নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এছাড়া বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগে জন্য ইতিমধ্যে পাবলিক সার্ভিস কমিশনে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভিন্ন বিসিএস থেকে আরও সাড়ে তিন হাজার চিকিৎসক নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই সাথে একাডেমিক পদায়নের জন্য সুপারনিউমারি পদ সৃষ্টি করছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক এসব তথ্য জানান।
এসময় মহাপরিচালক সাংবাদিকদের বলেন, “জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্য কার্ড দিয়েছে। এছাড়া গুরুতর আহত ৪০ জনকে দেশের বাইরে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে সর্বিক ব্যবস্থাপনা স্বাস্থ্য বিভাগ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে দায়িত্ব অর্পন করেছে।”
এরআগে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। রোগিদের সমস্যা এবং সঠিক চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। এছাড়া চিকিৎসক সংকট নিয়ে স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ডাক্তার হাবিবুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি ডাক্তার আমিনুল ইসলাম, নাটোর সদর হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার আনিছুজ্জামান পিয়াস, নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
ঢাকা/আরিফুল/এস