কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার সদস্যপদ বাতিলসহ সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে তাঁদের অব্যাহতি দেওয়া হয়। তাঁদের জায়গায় অন্য দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের অব্যাহতি দেওয়া হয়।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার মুখপাত্র পারভেজ মোশাররফ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার এক জরুরি সভা হয়। সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও নীতিবহির্ভূত কাজে যুক্ত থাকায় এবং জনসাধারণের অনাস্থার কারণে আশিক খান ও আসাদুজ্জামানকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সংগঠক আশিক খান ও কুমারখালী উপজেলা শাখা কমিটির সদস্যসচিব আসাদুজ্জামান খান আলী। আশিক খানের পদের স্থলে আমির হামজাকে সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে। আমির হামজা সংগঠনটির সদস্য ছিলেন। আর আসাদুজ্জামানের স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে আতিকুজ্জামান তালহা নামের একজনকে।

মুখপাত্র পারভেজ মোশাররফ বলেন, আশিক ও আসাদুজ্জামানের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছিল, তা খুবই দুঃখজনক। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সত্যতা পাওয়ায় কেন্দ্রে কথা বলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া 

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। ক্রিজে সেট হয়ে দলকে বড় রানের পথে তুলে নেন স্টিভ স্মিথ। ফিফটি তুলে নেন অ্যালেক্স কেরি। কিন্তু টার্নিং পয়েন্টে তাদের আউট করে ৩ বল থাকতে ২৬৪ রানে অজিদের অলআউট করেছে ভারত। 
 

সম্পর্কিত নিবন্ধ