টসে হার ভারতের, ব্যাট করতে নামছে অস্ট্রেলিয়া
Published: 4th, March 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ভারত। মঙ্গলবার (৪ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার তাদের একাদশে দুই পরিবর্তন আনলেও ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।
শেষ পাঁচ ম্যাচে ভারত পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ইতিহাসে এই দুই দলের লড়াইয়ে এগিয়ে অস্ট্রেলিয়া। ১৫১ দেখায় ভারতের জয় যেখানে ৫৭ ম্যাচে, অস্ট্রেলিয়া জয় পেয়েছে ৮৪ ম্যাচে। বাকি ১০ ম্যাচে কোনো ফল আসেনি। ওয়ানডেতে দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াই হয়েছিল ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে। ওই ম্যাচে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে (১৩৭) ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহম্মদ শামি, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী।
অস্ট্রেলিয়া একাদশ: কুপার কনোলি, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইংলিূ (উইকেটরক্ষক), অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা এবং তানভীর সাঙ্ঘা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা স্বাস্থ্য বিভাগের: ডিজি
স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর জানিয়েছেন, দেশের সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সংকট দূর করতে নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এছাড়া বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগে জন্য ইতিমধ্যে পাবলিক সার্ভিস কমিশনে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভিন্ন বিসিএস থেকে আরও সাড়ে তিন হাজার চিকিৎসক নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই সাথে একাডেমিক পদায়নের জন্য সুপারনিউমারি পদ সৃষ্টি করছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক এসব তথ্য জানান।
এসময় মহাপরিচালক সাংবাদিকদের বলেন, “জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্য কার্ড দিয়েছে। এছাড়া গুরুতর আহত ৪০ জনকে দেশের বাইরে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে সর্বিক ব্যবস্থাপনা স্বাস্থ্য বিভাগ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে দায়িত্ব অর্পন করেছে।”
এরআগে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। রোগিদের সমস্যা এবং সঠিক চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। এছাড়া চিকিৎসক সংকট নিয়ে স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ডাক্তার হাবিবুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি ডাক্তার আমিনুল ইসলাম, নাটোর সদর হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার আনিছুজ্জামান পিয়াস, নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
ঢাকা/আরিফুল/এস