গত সপ্তাহে নিজেদের তৈরি ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারের শর্তাবলি হালনাগাদ করেছে মজিলা। নতুন শর্তাবলির একটি অংশে বলা হয়েছে, ব্যবহারকারীরা ফায়ারফক্সের মাধ্যমে কোনো তথ্য অনলাইনে আপলোড করলেই সেটি ব্যবহারের জন্য মেধাস্বত্বহীন বৈশ্বিক লাইসেন্স দিয়ে থাকেন, যা ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতা উন্নত করতে সহায়তা করে। তবে এই শর্ত নিয়ে শুরু থেকেই ব্যবহারকারীদের মনে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যবহারকারীদের ব্যাপক সমালোচনার মুখে অবশেষে শর্তটি পরিবর্তন করেছে মজিলা।

ফায়ারফক্স ব্যবহারকারীদের অভিযোগ, গত সপ্তাহে প্রকাশিত নতুন শর্তাবলির মাধ্যমে ব্যবহারকারীদের কাছ থেকে তথ্যের মালিকানা সংগ্রহ করছে মজিলা। এর মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় প্রতিষ্ঠানটি। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার পর অবশেষে বিতর্কিত শর্তটি পরিবর্তন করা হয়েছে।

ফায়ারফক্স ব্রাউজারের সংশোধিত শর্তাবলিতে বলা হয়েছে, ব্যবহারকারীরা ফায়ারফক্সের মাধ্যমে কোনো তথ্য অনলাইনে আপলোড করলেই সেটি ব্যবহারের জন্য মেধাস্বত্বহীন বৈশ্বিক লাইসেন্স দিয়ে থাকেন। তবে, এটি মজিলাকে ওই তথ্যের ওপর কোনো মালিকানা দেবে না।

এক ব্লগ বার্তায় মজিলা জানিয়েছে, ব্যবহারকারীদের উদ্বেগের বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়েছে। বিশেষ করে লাইসেন্স–সংক্রান্ত ধারাগুলো। আমাদের উদ্দেশ্য ছিল, ফায়ারফক্স কীভাবে কাজ করে, তা স্পষ্টভাবে ব্যাখ্যা করা। তবে এতে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই আমরা শর্তাবলিতে পরিবর্তন এনেছি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র র

এছাড়াও পড়ুন:

মিম, দীঘি ও ইমনরা একসঙ্গে যে ঘোষণা দিলেন

রাজধানীর যমুনা ফিউচার পার্কে  উদ্বোধন হলো অথেনটিক কসমেটিক্স স্টোর ‘হারল্যান স্টোর’র ফ্ল্যাগশিপ আউটলেট। উদ্বোধন অনুষ্ঠান জমকালো হয়ে ওঠে তারকাদের উপস্থিতিতে। উপস্থিত ছিলেন হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম ও প্রার্থনা ফারদিন দীঘি। আরও উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন। 

এ সময় জাঁকজমকপূর্ণ আয়োজন করে  হারল্যান স্টোরের পক্ষ থেকে ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইনের ঘোষণা দেয়া হয়। যার অধীনে ক্রেতারা হারল্যান স্টোরের পণ্য ক্রয় করে  আকর্ষণীয়  স্কুটি জেতার সুযোগ ও লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার পেতে পারবেন।    

 ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষ্যে দেশব্যাপী হতে যাওয়া এই ক্যাম্পেইনে হারল্যান স্টোর দিচ্ছে আকর্ষণীয় নতুন স্কুটি জেতার সুযোগ ও লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।    

অনুষ্ঠানে হারল্যান স্টোরের পক্ষ থেকে ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইনের ঘোষণা দেন নায়ক ইমন।  এ সময় তিনি বলেন, দেশের মানুষকে আন্তর্জাতিকমানের অভিজ্ঞতা দিতে হারল্যান স্টোর সদা সচেষ্ট। হারল্যান নিয়ে এসেছে নতুন স্কুটি জেতার সুযোগ। এছাড়া লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।

অনুষ্ঠানে  জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন বলেন, ‘দেশের মানুষকে আন্তর্জাতিকমানের অভিজ্ঞতা দিতে হারল্যান স্টোর সদা সচেষ্ট। তারই ফলশ্রুতিতে সারা দেশে দেড় শতাধিক আউটলেটের পাশাপাশি এবার যাত্রা শুরু করলো হারল্যানের এই ফ্ল্যাগশিপ স্টোরটি। এখানে থেকেই ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ঘোষণা দেওয়া হলো। 

এ সময় পুরো স্টোরটি ঘুরে ঘুরে দেখেন  বিদ্যা সিনহা মিম। তিনি বলেন, হারল্যান আমাদের পরিবার। এই পরিবারের নতুন সদস্য বাড়ল। মানে নতুন আরও একটি ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা হলো। আশা করি মানুষ আরও বেশি হার‌ল্যানের কাছকাছি আসবে। 

 

সম্পর্কিত নিবন্ধ