গানে গানে মমতাজ বেগমের জীবন চার দশকের বেশি সময়ের। লোকগানে তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন। জনপ্রিয় এ সংগীতশিল্পী বেশ কয়েক বছর ধরে রাজনীতিতেও সক্রিয়। সংরক্ষিত আসনের সংসদ সদস্য হয়ে প্রথম জাতীয় সংসদে প্রতিনিধিত্ব শুরু তাঁর। এরপর সরাসরি নির্বাচনেও লড়েছেন, বিজয়ী হয়ে সংসদে গেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ সদস্য মমতাজ বেগমের কোনো খোঁজখবর নেই। সাত মাস ধরে তাঁকে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি।

মানিকগঞ্জের সিঙ্গাইরের জয়মণ্ডপ মমতাজ বেগমের বাড়ি। গত বছর এমন সময়েও বাড়িটি মানুষের আনাগোনায় মুখর ছিল। কিন্তু এখন সেই বাড়ির পরিবেশ একেবারে নীরব।

সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, বাড়ির নিরাপত্তাপ্রহরীও জানেন না মমতাজ এখন কোথায় আছেন, কেমন আছেন। আশপাশের বাড়ির লোকজন যাঁরা একসময় মমতাজকে বাড়িতে ঢুকতে ও বের হতে দেখতেন, তাঁদের মতেও অনেক দিন দেখেন না মমতাজ বেগমের ব্যবহৃত গাড়িও। বাড়িতে গেলে তিনি আত্মীয়স্বজন ও কাছের মানুষদের নিয়ে মেতে থাকতেন। সেই আত্মীয়রাও মমতাজের কোনো খোঁজখবর জানেন না।

মঞ্চে মমতাজ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রংপুরে শহীদ লাবলু মিয়ার পরিবারের খোঁজখবর আখতার হোসেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ক্ষুদ্র ব্যবসায়ী লাবলু মিয়ার পরিবারের খোঁজখবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ঈদের পরদিন মঙ্গলবার সন্ধ্যায় তিনি রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌরসভাধীন মায়াবাজার এলাকায় শহীদ লাবলু মিয়ার পরিবারের খোঁজখবর নিতে যান। এ সময় লাবলু মিয়ার স্ত্রী নুর নাহার, মা লাইলী বেগম, মেয়ে লাইজু খাতুন, লিজা খাতুন ও ছেলে নুর হাবিব উপস্থিত ছিলেন।

গত ৫ আগস্ট ঢাকার উত্তরা আজিমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোগ দিয়ে মিছিল করে যাওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন লাবলু মিয়া।

মঙ্গলবার সন্ধ্যায় আখতার হোসেন লাবলু মিয়ার পরিবারের সঙ্গে কিছু সময় কাটান এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। ছেলে-মেয়েদের শিক্ষার বিষয়ে জানতে চান। এ সময় শহীদ লাবলুর স্ত্রী নুর নাহার সন্তানদের শিক্ষার ব্যবস্থা, একটি কর্ম ও সরকারিভাবে পাকা বাড়ি করে দেওয়ার দাবি জানান। আখতার হোসেন তাদের কাছে সবকিছু শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদানসহ পরিবারের সদস্যদের ঈদ উপহার সামগ্রী প্রদান করেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলার যুগ্ম আহ্বায়ক রুবায়েত কবীর, এনসিপি জেলা সংগঠক রেজয়ান আহমেদ, এমআই সুমন আহমেদ, তৌফিক আহমেদ ও এনসিপি কাউনিয়া উপজেলা সংগঠক নাজমুল হক উপস্থিত ছিলেন। পরে আখতার হোসেনকে সঙ্গে নিয়ে নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে হারাগাছ পৌরসভা, দেওয়ান বাজার, বকুল তলা, মেনাজ বাজার, মায়াবাজার, হকবাজার, সারাই বাজার, সুমন বাজার, বিজলের ঘুণ্টি, মীরবাগ বাজার এলাকায় গণসংযোগ করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • রংপুরে শহীদ লাবলু মিয়ার পরিবারের খোঁজখবর নিলেন আখতার হোসেন
  • রংপুরে শহীদ লাবলু মিয়ার পরিবারের খোঁজখবর আখতার হোসেন