Risingbd:
2025-04-25@19:37:24 GMT

ইফতারে থাকুক তোকমা আনার জুস

Published: 4th, March 2025 GMT

ইফতারে থাকুক তোকমা আনার জুস

ইফতারে রাখতে পারেন স্বাস্থ্যকর আনার ও তোকমার জুস। অল্প কয়েকটি উপাদান দিয়ে সহজে বানিয়ে নিতে পারেন এই জুস। রেসিপি জেনে নিন।

উপকরণ:
আনারদানা: ৪ কাপ
তোকমাদানা: ২ চা-চামচ
চিনি: স্বাদমতো (যদি প্রয়োজন হয়)
বরফ: প্রয়োজনমতো
পানি: প্রয়োজনমতো

প্রথম ধাপ: আধা কাপ পানিতে তোকমাদানা ভিজিয়ে রাখতে হবে।

আরো পড়ুন:

ইফতারে থাকুক মুরগির হালিম

সহজে বানান বাধাকপির সালাদ

দ্বিতীয় ধাপ: এবার স্ম্যাশার বা চামচ দিয়ে চেপে-চেচে আনারদানার রস বের করে নিতে হবে।

তৃতীয় ধাপ: আনারের রসে স্বাদমতো চিনি, ভেজানো তোকমাদানা, পরিমাণমতো পানি ও বরফ দিয়ে পরিবেশন করতে হবে।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদের নেতৃত্বে নতুন দল ‘জনতা পার্টি বাংলাদেশ’

‘গড়বো মোরা ইনসাফের দেশ’ এই স্লোগান নিয়ে আজ শুক্রবার দেশে আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। নতুন এ দলের নাম ‘জনতা পার্টি বাংলাদেশ’।

নবগঠিত এই দলের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল এক অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। গড়ে তুলেছেন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলন। তিনি এ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি। ২০১৮ সালে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইলিয়াস কাঞ্চনকে একুশে পদকে ভূষিত করে সরকার। সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনের পাশাপাশি সামাজিক বিভিন্ন অবক্ষয় নিয়েও কথা বলতে দেখা গেছে ইলিয়াস কাঞ্চনকে। কিছুদিন আগে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছিলেন রাস্তায়।

এদিকে ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে এ পর্যন্ত এক ডজনের বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এবার এ তালিকায় যুক্ত হলেন ইলিয়াস কাঞ্চনের নাম। 

 

 

সম্পর্কিত নিবন্ধ

  • ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদের নেতৃত্বে নতুন দল ‘জনতা পার্টি বাংলাদেশ’
  • নতুন রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কাঞ্চন
  • নতুন রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কাঞ্চন, ঘোষণা কবে?