বিএনপি নেতা আমানের দুর্নীতি মামলার রায় ৩০ এপ্রিল
Published: 4th, March 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমান উল্লাহ আমানের আপিলের রায় আগামী ৩০ এপ্রিল ঘোষণা করা হবে।
মঙ্গলবার (৪ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এ সময় আদালতে আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে, ২০০৭ সালের ৬ মার্চ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন আমান উল্লাহ আমানকে ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত।
এরপর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তারা। পরে ২০১০ সালের ১৬ আগস্ট তাদের খালাস দেন হাইকোর্ট। তবে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক।
আপিল বিভাগ ২০১৪ সালের ২৬ মে হাইকোর্টের রায় বাতিল করে আপিলটি পুনঃশুনানির নির্দেশ দেন। পরে ২০২৩ সালের ৩০ মে হাইকোর্টের একই বেঞ্চ আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রেখে আদেশ দেন। একই বছরের ১২ সেপ্টেম্বর এ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেন আমান উল্লাহ আমান। আপিল আবেদনে তিনি খালাস চেয়েছেন।
বিএইচ
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
এসআইবিএল এর শরীআহ সুপারভাইজরী কমিটির সভা অনুষ্ঠিত
সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ সুপারভাইজরী কমিটির ৯৩তম সভা (৪ মার্চ ২০২৫) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের শরীআহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মুফতি মাওলানা আবদুল্লাহ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুস সায়াদাত উপস্থিত ছিলেন।
এছাড়াও শরীআহ সুপারভাইজরী কমিটির সদস্য-সচিব মুফতি আবু বকর সিদ্দিক নাবিল, সদস্য অধ্যাপক ড. মো. শামসুল আলম, ড. এম. মাসুদ রহমান, ড. মো. রফিকুল ইসলাম, মুফতি যুবায়ের আবদুল্লাহ, ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমানসহ (মিলন) ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীরা সভায় উপস্থিত ছিলেন।
সভার কাজে সহযোগিতা করেন শরীআহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নুল আবেদীন।
ঢাকা/সাজ্জাদ/সাইফ