ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডা কি পরিকল্পিত, এমনটা কেন ধারণা করা হচ্ছে
Published: 4th, March 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গত শুক্রবারের বিতণ্ডাকে অনেক ঝানু কূটনৈতিক পর্যবেক্ষক পরিকল্পিত বলে মনে করেন। তাঁদের মতে, এটা একধরনের রাজনৈতিক ছিনতাই। জেলেনস্কিকে ব্যর্থ প্রমাণ করতে এবং তাঁকে সরিয়ে দিতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাই ওভাল অফিসের ওই বিতণ্ডার পরিকল্পনা করেছিলেন। পরবর্তী আলাপ-আলোচনা নির্বিঘ্নে সারতেই এটা করা হয়েছিল।
ট্রাম্প-জেলেনস্কির ওই বিতণ্ডা পরিকল্পিতভাবে করা হোক বা না হোক, তবে এতে যে মস্কো সবচেয়ে বেশি উল্লসিত হয়েছে, তা আর গোপন নেই। এখন যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক ধারণার চেয়ে দ্রুতগতিতে স্বাভাবিক হতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।
ওই নাটকীয় ঘটনার পর ওয়াশিংটন-মস্কোর সম্পর্ক পুনরায় শুরুর বিষয় নিয়ে এখনো প্রকাশ্যে কেউ কিছু বলেনি। তবে পর্দার অন্তরালে ট্রাম্প-পুতিনের বৈঠক নিয়ে আলোচনা চলছে। এখন দুই প্রেসিডেন্টের বৈঠকই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে।
তবে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর দলের সদস্যদের বিরোধ হওয়ায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছে মস্কো। লক্ষণীয় বিষয় হলো, উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ শেষ করার আলাপটা গুরুত্ব হারাতে বসেছে। কারণ, যুদ্ধটা শেষ করা বেশ কঠিন। কিন্তু এখন যুক্তরাষ্ট্র-রাশিয়ার অর্থনীতিবিষয়ক আলাপ গুরুত্ব পাবে, যা এরই মধ্যে তলে তলে শুরু হয়ে গেছে।
আরও পড়ুনট্রাম্প-পুতিনের বৈঠক হতে পারে সৌদি আরবে১২ ফেব্রুয়ারি ২০২৫ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত মাসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো বৈঠক করেন। এতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আর রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বৈঠকে দুই দেশের সম্পর্ক আবার স্বাভাবিক করার আলোচনার পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়েও আলাপ হয়। কিন্তু বৈঠকে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি।
বাঁ থেকে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গোলাপি রঙের খালি গায়ের ব্যঙ্গ ছবি। পশ্চিম জার্মানির ডুয়েসেলডর্ফে রোজ মানডে উপলক্ষে, ৩ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউক র ন
এছাড়াও পড়ুন:
‘বরবাদ’ কি বরবাদ করতে পারবে
শাকিব খানের নতুন সিনেমার খবরে তাঁর দর্শকেরা যেমন আনন্দিত হন। একইভাবে আনন্দিত হন হল কর্তৃপক্ষও। ধুলা ঝেড়ে নতুন পোস্টারে সেজে ওঠে হলগুলো। ‘বরবাদ’ সিনেমার মুক্তি উপলক্ষে এমনটায় চোখে পড়েছে ঢাকার মধুমিতা সিনেমা হল প্রাঙ্গণে। বরবাদের ছোঁয়ায় যেন প্রাণ পেয়েছে হলটি। বরবাদের টিজার প্রকাশের পর থেকে দর্শকও অপেক্ষায় আছেন। আশা বরবাদের পরশে বরবাদ হয়ে যাওয়া। বরবাদ কি সত্যিই বরবাদ করতে পারবে?
২০২৪ সালে ‘তুফান’ দিয়ে হল মাতিয়েছিলেন শাকিব খান। সিনেমা হল প্রাঙ্গণে এত হুল্লোড় বহুদিন পর দেখা গিয়েছিল। শুধু তা–ই না, মধুমিতা হলে টিকিট না পাওয়ার ক্ষোভ থেকে ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছিল। ‘তুফান’ দেখে দর্শক আনন্দ পেয়েছিলেন। বলা চলে, তুফান এসেছিল তুফানের মতোই। তুফানের নির্মাণ, গল্প, গান সব মিলেমিশে এক হয়ে গিয়েছিল বলেই, এমনটা ঘটেছে বলে দর্শকমত রয়েছে। বিশেষ করে তুফানের গানগুলোর কথা বলতে হবে। ‘লাগে উরাধুরা’ ‘দুষ্টু কোকিল’ গান দুটি সিনেমাটিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। তাছাড়া শাকিব খানও চমৎকারভাবে ‘তুফান’ চরিত্রটিকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে ফুটিয়ে তুলতে পেরেছিলেন। তাঁর কথা বলার ধরন, অঙ্গভঙ্গি থেকে প্রতিটি দৃশ্যায়নে মুহুর্মুহু ‘তুফানি’ জোশ উপভোগ করেন দর্শক। পাশাপাশি অন্য কলাকুশলীরাও প্রাণবন্ত অভিনয় করেছেন।
আরও পড়ুন‘বরবাদ’-এর টিজার: শাকিব কি শাকিবকেই ছাড়িয়ে যাবেন২৭ ফেব্রুয়ারি ২০২৫‘বরবাদ’ ছবির পোস্টার