বউ বলেছিল অস্কার জিতলেই চতুর্থ সন্তানের বাবা হতে পারবে: কেইরান
Published: 4th, March 2025 GMT
৯৭তম অস্কার আসরে ‘আ রিয়াল পেইন’ ছবির জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা কেইরান কালকিনে। পুরস্কার হাতে নিয়ে মঞ্চে বক্তৃতা দিতে গিয়েই তিনি যা বললেন, তাতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড-এর অনুষ্ঠানে সবাই হাসিতে ফেটে পড়েছিল।
এদিন রবার্ট ডাউনি জুনিয়রের হাত থেকে পুরস্কার নিয়ে কেইরান কালকিনকে রসিকতা করে বলতে শোনা যায়, ‘হে ঈশ্বর, এটা দারুণ আমি জানতামও না অসংখ্য ধন্যবাদ। আমার কাছে এটা বড় প্রাপ্তি।’
তিনি বলেন, ‘দাঁড়ান, আপনাদের সকলের সঙ্গে একটা কথা শেয়ার করি। জ্যাজের সঙ্গে আমার একটা চুক্তি হয়েছিল সন্তান নিয়ে সেটাই বলব। দয়া করে মিউজিক চালিয়ে দেবেন না কেউ। এক বছর আগে, আমি জ্যাজকে বলেছিলাম, আমার তৃতীয় সন্তান চাই।’
তার কথায়, ‘ও আমাকে শর্ত দিয়েছিল যদি আমি এমি পুরস্কার জিতে ফিরি, তাহলেই সন্তান নিয়ে আসবে। ও ভাবেনি আমি জিততে পারি। সে যাই হোক! শো শেষের পর যখন পার্কিং লট দিয়ে যাচ্ছি তখন জ্যাজ আমাকে বলে- হে ঈশ্বর, আমি তোমাকে কথাটা বললাম, মানে এবার আমায় তৃতীয় সন্তান নিয়ে আসতে হবে।’
শেষে বলেন, ‘আমি পালটা বলি, আমার চার নম্বর সন্তানও চাই। জ্যাজ আমাকে আবার শর্ত দেয় যে তুমি অস্কার জিতলেই আমি তোমাকে চতুর্থ সন্তান দেব।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জুলাইলিপি প্রতিযোগিতার ফলাফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘জুলাইলিপি প্রতিযোগিতা ২০২৪’ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় ঢাবি ছাত্র শিবিরের অফিশিয়াল ফেসবুক পেজে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে জাগরূক রাখতে আয়োজিত এবারের প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। লেখার সার্বিক মান পর্যালোচনা করে বিচারকগণ ৫০ জন প্রতিযোগীকে চূড়ান্ত বিজয়ী হিসেবে মনোনীত করেন।
বিচারকদের রায়ে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান উদ্দীন, জিয়াউল হক জিয়া ও মাহমুদুল হাসান হাশেমী। প্রতিযোগিয়া চূড়ান্তভাবে বিজয়ীদের জন্য থাকছে পূর্বঘোষিত প্রাইজমানি ও বই।
এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, “জুলাই আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এর সঠিক ইতিহাস সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। জুলাই যোদ্ধাদের হাতে লেখা নিজেদের অভিজ্ঞতা এ ইতিহাসকে সমৃদ্ধ করবে। নতুন করে যেন ইতিহাসের বিকৃতিকরণ না হয়, সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমাদের এ উদ্যোগ।”
বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সম্মাননা করতে শীঘ্রই আনুষ্ঠানিকতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন ঢাবি শাখা শিবিরের সাহিত্য সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ।
ঢাকা/সৌরভ/মেহেদী