আলোচিত পরিচালক রায়হান রাফীর সব কটি সিনেমাই আলোচিত ও ব্যবসাসফল। গত বছরের ঈদে মুক্তি পায় তাঁর ব্লকবাস্টার হিট সিনেমা ‘তুফান’, যে সিনেমা নিয়েও আলোচনায় এসেছেন তিনি। খুব শিগগির মুক্তি পাবে সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই পরিচালকের নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’। রাফীর অন্য সব ওয়েব ফিল্মের মতো এটিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা।

এদিকে তাঁর সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার সম্পর্কের গুঞ্জনও বহুদিনের। পরিচালনার পাশাপাশি তমার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়েই প্রায়ই আলোচনায় উঠে আসেন রাফী। মাঝে দুজনেই জানিয়েছিলেন, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই। তাঁরা শুধুই বন্ধু। গতকাল সোমবার পরিচালকের জন্মদিনে দুজনের প্রেমের সম্পর্কের বিষয়টি আবার সামনে এসেছে। দুজনের ঘনিষ্টজনেরা বলছেন, মাঝে সম্পর্কের অবণতি হলেও এখন আবার তাঁরা চুটিয়ে প্রেম করছেন।

রায়হান রাফী ও তমা মির্জা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এসআইবিএল এর শরীআহ সুপারভাইজরী কমিটির সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ সুপারভাইজরী কমিটির ৯৩তম সভা (৪ মার্চ ২০২৫) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের শরীআহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মুফতি মাওলানা আবদুল্লাহ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুস সায়াদাত উপস্থিত ছিলেন।

এছাড়াও শরীআহ সুপারভাইজরী কমিটির সদস্য-সচিব মুফতি আবু বকর সিদ্দিক নাবিল, সদস্য অধ্যাপক ড. মো. শামসুল আলম, ড. এম. মাসুদ রহমান, ড. মো. রফিকুল ইসলাম, মুফতি যুবায়ের আবদুল্লাহ, ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমানসহ (মিলন) ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীরা সভায় উপস্থিত ছিলেন।

সভার কাজে সহযোগিতা করেন শরীআহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নুল আবেদীন।

ঢাকা/সাজ্জাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ