ভারতের মাথাব্যথা হবেন হেড, আশা স্মিথের
Published: 4th, March 2025 GMT
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার অন্যতম ভরসার নাম ট্রাভিস হেড। ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ—বড় মঞ্চে ভারতের বিপক্ষে তার পারফরম্যান্স যেন রোহিত শর্মাদের জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠে। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মাথাব্যথার কারণ হতে পারেন হেড, এমনটাই আশা করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ।
সোমবার দুবাইয়ে সংবাদ সম্মেলনে স্মিথ স্মরণ করিয়ে দিলেন ভারতের বিরুদ্ধে হেডের অতীত পারফরম্যান্স। তিনি বলেন, ‘যখনই বড় ম্যাচ আসে, তখনই বাড়তি চাপ থাকে। তবে ট্রাভিস অতীতে বড় ম্যাচে দারুণ খেলেছে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেও দুর্দান্ত ফর্মে ছিল। আশা করছি, এবারও পাওয়ার প্লেতে ভালো কিছু করবে।’
অন্যদিকে, ভারতের অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়ার শক্তিমত্তা সম্পর্কে সচেতন, তবে দল নিয়ে আত্মবিশ্বাসীও। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া বছরের পর বছর দুর্দান্ত দল হিসেবে খেলছে। আমরা পাল্টা লড়াই করতে প্রস্তুত। পাশাপাশি, ম্যাচে স্নায়ুর চাপ সামলানোও গুরুত্বপূর্ণ হবে।’
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বিকেল ৩টায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। স্পিন নির্ভর ভারতের বোলিং আক্রমণের বিপরীতে অজিদের ব্যাটিং শক্তি কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মুশফিক–মাহমুদউল্লাহ কি আরও খেলবেন—জানতে চাইবে বিসিবি
এবারের চ্যাম্পিয়নস ট্রফিই হবে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের জন্য শেষ—এমন একটা সম্ভাবনা মোটামুটি প্রতিষ্ঠিতই হয়ে গিয়েছিল। তবে টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও অবসর নিয়ে নিজেদের কোনো ভাবনার কথা জানাননি সাবেক দুই অধিনায়ক। চ্যাম্পিয়নস ট্রফিতে দলীয় পারফরম্যান্সের সঙ্গে তাল মিলিয়ে তাঁদের ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল বেশ খারাপ।
আরও পড়ুনবদলে গেল শেখ হাসিনা স্টেডিয়ামের নাম১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে দুই ম্যাচে মুশফিক শূন্য ও ২ রানে আউট হয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচে মাহমুদউল্লাহ ফিরেছেন ৪ রান করে। তাঁদের অবসর নিয়ে কথাবার্তা তাই আরও বেশি হচ্ছে।
এ নিয়ে কোনো আলাপ হয়েছে কি না, জানতে চাওয়া হয় আজ বোর্ড সভার পর। জবাবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদীন বলেছেন, ‘অবশ্যই। ওরা অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। যেকোনো খেলোয়াড়েরই একটা সময় আসবেই তার ক্যারিয়ার শেষ করার। আমার মনে হয়, ওদের সঙ্গে কথা বলব—ওদের চিন্তা কী আছে, সেটা নিয়ে আলাপ হবে।’
বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদীন