ইনিংসের কেবল ৩ ওভার ৪ বল হয়েছে তখন—৪ রানেই ৬ উইকেট নেই গাজী গ্রুপের! দেশের তো বটেই, বিশ্ব রেকর্ডও হয়ে যাওয়ার সম্ভাবনা জেগেছিল তখন। লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের, বার্বাডোজের বিপক্ষে ২০০৭ সালে ১৮ রানে অলআউট হয়ে গিয়েছিল তারা।

বাংলাদেশে সেটি চট্টগ্রাম বিভাগের, সিলেটের বিপক্ষে ২০০২ সালে তারা অলআউট হয়েছিল ৩০ রানে। এসব রেকর্ড থেকে শেষ পর্যন্ত অবশ্য অনেকটুকু দূরে গিয়েই থেমেছে গাজী গ্রুপ। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে বিকেএসপিতে আজ তারা ৯৩ রানে অলআউট হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে।

এনামুল হক উইকেটের পেছনে ক্যাচ দিলে বিপর্যয়ের শুরু হয়, আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না তিনি, তার মনে হচ্ছিল বল লাগেনি ব্যাট। শূন্য রানে এনামুল ফেরার পর শরীফুলের ওই ওভারেই আকবরের হাতে ক্যাচ দেন ৪ বলে ২ রান করা সালমান হোসেনও।

দ্বিতীয় ওভারে তানজিম হাসান কোনো উইকেট নিতে পারেননি। তবে তৃতীয় ওভারে শরীফুল ফিরতেই আবার উইকেটের দেখা পায় রূপগঞ্জ। এবার সাদিকুর রহমান রানআউট হন সৌম্য সরকারের সরাসরি থ্রোয়ে। চতুর্থ বলে আমিনুল ইসলাম ও শেষ বলে শেখ পারভেজ জীবনকে বোল্ড করে নিজের চতুর্থ উইকেট পেয়ে যান শরীফুল।

নিজের দ্বিতীয় ওভার করতে এসে তানজিম হাসানের বলে বোল্ড হন শামসুর রহমান। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে শামসুর আউট হওয়ার সময়ও গাজী গ্রুপের রান ৪। এরপর অবশ্য তাদের মান বাঁচান তোফায়েল আহমেদ ও ওয়াসি সিদ্দিকী। সপ্তম উইকেট জুটিতে ৪৭ রান যোগ করেন। ৫৯ বল খেলে ২৪ রান করে তোফায়েল ও ৭৭ বলে ১৮ রান করে ওয়াসি সিদ্দিকী শিকার হন তানভীর ইসলামের বলে।

শেষ দিকে ৫০ বলে আব্দুল গাফফার ২৬ রান করলে এক শ ছোঁয়া সংগ্রহ পায় গাজী গ্রুপ। প্রথম ২ ওভারে ৪ উইকেট নেওয়া শরীফুল নিজের পরের ৮ ওভারে কোনো উইকেট পাননি। ১০–৩–১৪–৪, তবু ইনিংস শেষে দেখার মতোই ছিল তাঁর বোলিং–বিশ্লেষণ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

অশ্বিনীর বোলিং তোপে ১১৬ রানেই অলআউট কলকাতা

আইপিএলের ২০২৫ আসরের প্রথম দুই ম্যাচে মাঠে নেমে দুটিতেই হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আজ সোমবার (৩১ মার্চ) তৃতীয় ম্যাচে তারা কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে কলকাতা। কিন্তু অভিষিক্ত পেসার অশ্বিনী কুমারের বোলিং তোপে ১৬.২ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট হয়েছে কেকেআর।

অশ্বিনী ৩ ওভার বল করে ২৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। শুধু তাই নয়, অভিষেক ম্যাচে নিজের করা প্রথম বলেই তিনি আজিঙ্কা রাহানের উইকেট শিকার করেন। এরপর রিংকু সিং, মানিশ পান্ডে ও আন্দে রাসেলের উইকেট নেন তিনি।

দীপক চাহার ২ ওভারে ১৯ রান দিয়ে নেন ২টি উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, হার্দিক পান্ডিয়া, ভিনেশ পাথুর ও মিচেল স্যান্টনার।

আরো পড়ুন:

ঈদ শুভেচ্ছায় যে বার্তা দিলেন ক্রিকেটাররা

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন সাকিব

ব্যাট হাতে কলকাতার অঙ্গকৃষ রখুবংশী ১৬ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ২৬ রান করেন। রামানদীপ সিং ১২ বলে ১ চার ও ২ ছক্কায় করেন দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান। এছাড়া মানিশ পান্ডে ১৯, রিংকু সিং ১৭ ও আজিঙ্কা রাহানে করেন ১১ রান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • অশ্বিনীর বোলিং তোপে ১১৬ রানেই অলআউট কলকাতা