প্রকৃতিপ্রেমিদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে মানিকদাহের লাল শিমুল
Published: 4th, March 2025 GMT
ঋতুরাজ বসন্তের প্রথম মাস ফাগুনে আগুন রাঙা নানা ফুলের সমারোহে নান্দনিক হয়ে ওঠে প্রকৃতি। লাল শিমুল সেই আগুন রাঙা ফুলেদের অন্যতম একটি। এ সময়ে গাছের ডালে ডালে ফুটে লাল শিমুল ফুল ঠিক যেন চোখ ধাঁধিয়ে দেয়।
গোপালগঞ্জ শহরতলীর চর মানিকদাহ গ্রামে এখন সে আগুন ছড়াচ্ছে বেশ কিছু শিমুল ফুলের গাছ। প্রতিটি ডালে ডালে উঁকি মারছে রক্ত লাল শিমুল। ফুলে ফুলে আনন্দে মাতোয়ারা মৌমাছি থেকে শুরু করে দেশীয় নানা পাখপাখালি। সহজেই যে কোনো মানুষের দৃষ্টি কাড়ছে এই রক্তিম শিমুল ফুল। শুধু চর মানিকদাহ নয় শিমুল ফুলের দেখা মিলছে এ জেলার আরও অনেক গ্রামে।
শিমুল ফুলের রঙিন ক্যানভাসে আকুল হচ্ছেন প্রকৃতিপ্রেমিরা
বসন্তের এ রঙিন ক্যানভাসে আকুল হচ্ছেন প্রকৃতিপ্রেমিরা। নয়নাভিরাম শিমুল ফুলের সৌন্দর্য্য উপভোগে ছুটছেন তারা । শিমুল ফুলের মিষ্টি সুবাস নেওয়ার পাশাপশি অনেকেই ক্যামেরা বন্দি হচ্ছেন ফুলসমেত। শহরের মাঝেই এমন শিমুল ফুল দেখতে পেয়ে খুশি দর্শনার্থীরা।
তবে আধুনিকতার ছোঁয়ায় ও উন্নয়নের ধারায় প্রত্যন্ত অঞ্চল থেকে এ গাছটি হারিয়ে যেতে বসেছে। গ্রামবাংলার পথে প্রান্তরে এখন আর এ ফুলের গাছটি তেমন একটা চোখে পড়ে না। তাই রয়ে যাওয়া গাছগুলোর যত্নের পাশাপশি সকলকে শিমুল ফুলের গাছ লাগানোর আহবান প্রকৃতিপ্রেমিদের।
ডালে ডালে ফুটে লাল শিমুল ফুল
মানিকদাহে শিমুলের সৌন্দর্য্য উপভোগ করছিলেন টিপু বিশ্বাস নামের একজন প্রকৃতিপ্রেমি। তিনি বলেন, “গোপালগঞ্জে শিমুল ফুল তেমন একটা দেখা যায়না। ঋতুরাজ বসন্তে শিমুলের এমন সমারোহ আমাদের জন্য অন্যরকম এক পাওয়া। কারণ, ফুল দেখলে কার না ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। তাই আমরা তিন বন্ধু মিলে শিমুল ফুলের সৌন্দর্য্য দেখতে এসেছি। খুব ভালো লাগছে।”
আরেক প্রকৃতিপ্রেমি সোহানা ইসলাম বলেন, “আমরা বান্ধবীরা মিলে শিমুল ফুল দেখতে ও ঘুরতে এসেছি। কবিতার ভাষায় বলতে না পারলেও নিজের ভাষায় বলছি, শিমুলের সৌন্দর্য্যের তুলনা শুধু শিমুল ফুল দিয়েই চলে। দেখে মনটা শান্ত হয়ে গেছে। শিমুল ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না, এটি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছির দল, যা পরাগায়নে সহায়তা করে।”
অনেকই স্মৃতি হিসাবে ক্যামেরায় ছবি তুলে রাখেন
এখানে বেড়াতে আসা ইফশিয়া রাত্রি বলেন, “মানিকদাহ গ্রামে শিমুল ফুলের গাছ রয়েছে শুনে ঘুরতে এসেছি। শিমুলের প্রতিটি শাখা ফুলে ফুলে ভরা। এমন দৃশ্য দেখে মনটা ভালো হয়ে গেলো। সবার কাছে অনুরোধ থাকবে সৌন্দর্য্য ধরে রাখতে সবাই যেন একটি করে হলেও শিমুল ফুলের গাছ লাগায়।”
স্থানীয় বাসিন্দা পবিত্র হীরা বলেন, “মানিকদাহ গ্রামের একটি এলাকার নাম সাধুর মোড়। এই মোড়েই একটি শিমুল গাছের নিচে আমার দোকান। প্রতিদিনই বিভিন্ন বয়সের প্রকৃতিপ্রেমিরা এই শিমুল ফুল দেখতে আসেন। অনেকই স্মৃতি হিসাবে ক্যামেরায় ছবি তুলে রাখেন। এতে আমার দোকানে বেচাকেনাও ভালো হয়।”
ঢাকা/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ন দর য য
এছাড়াও পড়ুন:
হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ৩০
হবিগঞ্জের লাখাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) চালক ও যাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার সিংহগ্রামের মাইজহাটি ও দাইরল এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়।
এলাকাবাসী জানান, গতকাল সোমবার ইফতারের আগে বুল্লা বাজারে যাত্রী ওঠানো নিয়ে দাইরল এলাকার ব্যাটারিচালিত অটোরিকশার চালক মিলন মিয়ার সঙ্গে যাত্রী মাইজহাটির তৌহিদ তালুকদারের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এসময় বাজারে থাকা উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ১০ জন আহত হন।
আরো পড়ুন:
মাগুরায় বিএনপির সদস্য ফরম সংগ্রহ নিয়ে সংঘর্ষ, আহত ২০
পাওনা টাকা নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত ২০
আজ মঙ্গলবার উভয়পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে জড়ায়। থেমে থেমে প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লাখাই থানার ওসি বন্দে আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “ইটপাটকেলের আঘাতে ২০-৩০ জন আহত হয়েছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।”
ঢাকা/মামুন/মাসুদ