নাটোরের লালপুরে বাবার ইঞ্জিনচালিত ট্রলির চাকার নিচে পড়ে মুরসালিন হোসেন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে লালপুর উপজেলার কাজিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরসালিন হোসেন ওই গ্রামের পিন্টু মণ্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে বাবা পিন্টু ট্রলি নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় শিশু মুরসালিন ট্রলির শব্দ শুনে বাবাকে দেখার জন্য বাড়ির সামনে গেলে ট্রলির চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আজ মঙ্গলবার সকালে জানাজা শেষে শিশুটিকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

ঘটনার পর বাবা পিন্টু মণ্ডল আহাজারি করে বলছিলেন, ‘আমি এমন একজন হতভাগা বাবা। আমার নিজের ট্রলিতে আমার বুকের ধনের মৃত্যু হলো। এই কষ্ট আমি কোনো দিন ভুলতে পারব না।’

লালপুর থানার (ওসি) নাজমুল হক বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

দর পতনের শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৫৬ বারে ১০ লাখ ৬২ হাজার ৬০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ২৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস আলম কোল্ড রোলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৫১ বারে ১১ লাখ ১৭ হাজার ৬৬০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪৩ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৯৯ বারে ৬০ হাজার ৫৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–শার্প ইন্ডাস্ট্রিজের ৫.৭০ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, নিউ লাইন ক্লোথিংয়ের ৫.৫০ শতাংশ, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ৫.৩১ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.১৩ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যালের ৫.০০ শতাংশ এবং পূরবী ফিনিক্স ফাইন্যান্সের ৪.৭৬ শতাংশকমেছে।

 

এসকেএস

সম্পর্কিত নিবন্ধ