বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পারভেজ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আতিকুল (২৪) নামে অপর এক যুবক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে শহরের মালতিনগর খন্দকার পাড়ায় ঘটনাটি ঘটে।
নিহতের পারভেজ মালতিনগর নতুন পাড়ার রিয়াজুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন। আহত আতিকুল ইসলাম একই এলাকার বাসিন্দা।
আরো পড়ুন:
দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেল ভাবির
নাটোরে ১৩ মামলার আসামি যুবলীগ নেতা কালিয়া গ্রেপ্তার
পারভেজের খালাতো ভাই মাসুদ রানা বলেন, “একই এলাকার কিছু যুবকের সঙ্গে রবিবার বিকেলে পারভেজের মারামারি হয়। এরই জেরে সোমবার ইফতারের পর ওই যুবকরা পারভেজকে বাড়ি থেকে ডেকে আনে। এসময় আতিকুল পারভেজের সঙ্গে ছিলেন। মালতিনগর খন্দকার পাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনে নির্জন স্থানে তাদের মধ্যে আবারো মারামারি হয়। এক পর্যায় পারভেজ ও আতিকুল দৌঁড় দিল তাদের পিছু ধাওয়া করে ওই ব্যক্তিরা। পরে তারা তাদের ছুরিকাঘাত করে।”
স্বজনদের বরাত দিয়ে বনানী পুলিশ ফাঁড়ির এসআই ফজলে এলাহী বলেন, “ছুরিকাঘাতে আহত পারভেজ ও আতিকুল রাস্তায় অনেকক্ষণ পড়ে ছিলেন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আতিকুল চিকিৎসাধীন।”
তিনি আরো বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় দুই গ্রুপের মধ্যে বিরোধকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে। জড়িত কয়েকজনের নাম জানা গেছে। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম বলা সম্ভব হচ্ছে না।”
ঢাকা/এনাম/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেন ওয়ার্নের মৃত্যুতে শোক ছাপিয়ে অবিশ্বাস
একটা মৃত্যুশোকেই আচ্ছন্ন হয়ে ছিল ক্রিকেট বিশ্ব। রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট ম্যাচের আগে যে খবর পেয়ে এক মিনিট নীরবতা পালন করেছে দুই দল, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নেমেছেন কালো আর্মব্যান্ড পরে। কে জানত, সেই রাতেই এমন এক দুঃসংবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়বে যে রডনি মার্শের চলে যাওয়ার শোককে ছাপিয়ে গিয়ে সবাইকে তা অবিশ্বাসে বিমূঢ় করে দেবে!
সপ্তাহখানেক আগে হার্ট অ্যাটাকে আক্রান্ত সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার রডনি মার্শ এরপর থেকেই ছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। যা খারাপ কিছু শোনার মানসিক প্রস্তুতি নেওয়ার সময়টা অন্তত দিয়েছিল। কিন্তু শেন ওয়ার্ন আর নেই, বিনা মেঘে বজ্রপাতের মতো এই খবরে শোক তো অনেক পরের অনুভূতি, সবার আগে তো অবিশ্বাস! কোথাও ভুল হচ্ছে না তো!
যে মানুষটা ১২ ঘণ্টা আগে রডনি মার্শের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন, যাঁর শারীরিক কোনো সমস্যার কথা জানা যায়নি কখনো, তিনিই কিনা রডনি মার্শের পিছু পিছু যাত্রা করেছেন অনন্তলোকে। কোথাও ভুল হচ্ছে না তো!
অস্ট্রেলিয়ার অনেক জয়েরই মধ্যমণি ছিলেন শেন ওয়ার্ন