মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করছেন। দেশ দুটির সঙ্গে চুক্তিতে পৌঁছানোর সময়ও শেষ হয়ে গেছে বলে জানান তিনি।

ট্রাম্প চলতি বছরের শুরুর দিকেই এই শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। এবার জানালেন, মঙ্গলবার থেকে এ শুল্ক বাস্তবায়িত হতে যাচ্ছে। খবর বিবিসির।

এছাড়াও চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন বাণিজ্য অংশীদারই- কানাডা, মেক্সিকো ও চীন- বড় বাণিজ্য বাধার মুখে পড়তে চলেছে।

আরো পড়ুন:

জেলেনস্কি শান্তি চান না: ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাইবার অভিযান স্থগিত

সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, “শুল্ক আরোপের জন্য সবকিছু প্রস্তুত আছে, আগামীকাল থেকেই কার্যকর হবে।”

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কানাডা বাণিজ্য যুদ্ধ চায়নি। তবে যুক্তরাষ্ট্র যদি এ যুদ্ধ শুরু করে, তাহলে কানাডাও পাল্টা ব্যবস্থা নেবে। 

এদিকে মেক্সিকো ও চীনও জানিয়েছে, তারাও মার্কিন শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। এতে বাণিজ্য যুদ্ধ আরো তীব্র হতে পারে।

ট্রাম্প দাবি করেছেন, কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপের কারণ হলো অবৈধ মাদক ও অভিবাসনের অনিয়ন্ত্রিত প্রবাহ রোধ করা। 

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ল ক আর প র

এছাড়াও পড়ুন:

সেই সময় মা হওয়ার জন্য প্রস্তুত ছিলাম না: কুবরা

অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘সেক্রেড গেমস’-এ কুকুর চরিত্রে অভিনয় করেই রাতরাতি পরিচিত পান অভিনেত্রী কুবরা সেট। অভিনয়ের পাশাপাশি লেখালিখিতেও তাঁর পরিচিতি। বছর তিনেক আগে নিজের আত্মজীবনী লেখেন কুবরা। সেখানেই উঠে আসে তার জীবনের অজানা অনেক কথা।

আত্মজীবনীতে কুবরা স্বীকার করেন, ৩০ বয়সে গর্ভপাত করাতে হয়েছিল তাঁকে। যদিও এই ঘটনা মানুষ হিসেবে তাঁকে শক্তিশালী করেছে। নিজের জীবনের সিদ্ধান্ত একা নেওয়ার ক্ষমতা তৈরি করেছে এই ঘটনা। কোনও অনুতাপ নেই অভিনেত্রীর।

২০১৩ সালে আন্দামান ঘুরতে যান অভিনেত্রী। সেখানেই স্কুবা ডাইভিং করেন। তারপর বেশ কয়েক পাত্র মদ্যপান করে এক বন্ধুর সঙ্গে সঙ্গমে লিপ্ত হন। তার দিনকয়েক বাদেই জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। জানার পর কষ্ট হয়েছে, হতাশা বোধ হয়েছে। তবে সেই সময় মা হওয়ার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি। তাই বাধ্য হয়েই গর্ভপাতের সিদ্ধান্ত নিতে হয়।

সেই পুরুষ তাঁর প্রেমিকও ছিলেন না। মাত্র এক রাতের আলাপ। তাই গোটা বিষয়টিই তাঁকে একলা সামাল দিতে হয়। তিনি বলেন, ‘আমি সেই সময় খুব হতাশায় ডুবে গিয়েছিলাম। তবে একটা কথা বলতেই হবে, যা করেছি একা করেছি। কাউকে জানতে দিইনি। মানুষ হিসেবে বড্ড অপরাধবোধ হচ্ছিল কিন্তু আমার কিছু করার ছিল না। সিদ্ধান্তটা কঠিন ছিল তেমন নয়। আবার সেই সময় খুব যে শক্ত মনে সিদ্ধান্ত নিতে পেরেছিলাম তা নয়। তবে সে দিনের নেওয়া সিদ্ধান্তই যেন মানুষ হিসেবে দৃঢ়চেতা করেছে আমাকে।’ সূত্র: আনন্দবাজার।

সম্পর্কিত নিবন্ধ