সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ ৯টি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৩ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ আগুন লাগে। এতে প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে জানিয়েছেন ব্যবসায়ীরা।

জানা যায়, উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারের গোবিন্দ শীলের সেলুনের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে শট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এতে গোবিন্দ শীলের সেলুন, সৌরভ টেলিকম, আলাউদ্দিন হোমিও, বিশ্বাস টেলিকম, প্রদীপ সেলুনসহ অন্তত ৯টি দোকানের মালামাল আগুনে পুড়ে যায়। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের মসজিদ থেকে মাইকিং করা হয় এবং ফায়ার সার্ভিসে সংবাদ দেওয়া হয়। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম জানান, খবর পেয়ে তারা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাজারের ৯টি দোকান পুড়ে যায়। এতে ওই ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

এনজে

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: র ড ম ইন খবর প

এছাড়াও পড়ুন:

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জের লাখাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) চালক ও যাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। 

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার সিংহগ্রামের মাইজহাটি ও দাইরল এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়।

এলাকাবাসী জানান, গতকাল সোমবার ইফতারের আগে বুল্লা বাজারে যাত্রী ওঠানো নিয়ে দাইরল এলাকার ব্যাটারিচালিত অটোরিকশার চালক মিলন মিয়ার সঙ্গে যাত্রী মাইজহাটির তৌহিদ তালুকদারের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এসময় বাজারে থাকা উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ১০ জন আহত হন।

আরো পড়ুন:

মাগুরায় বিএনপির সদস্য ফরম সংগ্রহ নিয়ে সংঘর্ষ, আহত ২০

পাওনা টাকা নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত ২০

আজ মঙ্গলবার উভয়পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে জড়ায়। থেমে থেমে প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লাখাই থানার ওসি বন্দে আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‍“ইটপাটকেলের আঘাতে ২০-৩০ জন আহত হয়েছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।”

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ