নিয়ন্ত্রণ হারিয়ে বিলে নসিমন, নিহত ২ শ্রমিক
Published: 4th, March 2025 GMT
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে পড়ে নসিমনের ২ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২ জন।
গতকাল সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান ২ শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামের কমল বালার ছেলে সদানন্দ বালা (৩৫) ও কোটালীপাড়া উপজেলার পোলসাইর গ্রামের হরষিত পান্ডের ছেলে নিরঞ্জন পান্ডে (৩৪)।
ওসি সাজেদুর রহমান জানান, একটি নসিমনে বাঁশ ও গাছের গুঁড়ি বোঝাই করে কয়েকজন শ্রমিক শেওড়াবাড়ি থেকে কাজুলিয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় নসিমনটি কাজুলিয়া গ্রামে পৌঁছালে চালক অপর একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নসিমনটি বিলের পানিতে গিয়ে পড়ে। এতে নসিমনের নিচে পড়ে পানিতে ডুবে ঘটনাস্থলে দুই শ্রমিক নিহত হন। অপর দুই শ্রমিক আহত হন।
পরে খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গ প লগঞ জ
এছাড়াও পড়ুন:
সরাসরি: টস হারের রেকর্ড সমৃদ্ধ করে ফিল্ডিংয়ে ভারত
নিজেদের টস হারার রেকর্ড সমৃদ্ধ করল ভারত
আবার টস হারল ভারত। টানা ১৪টি এক দিনের ম্যাচে টস হারল ভারতীয় দল। অন্যদিকে কাপ্তান হিসাবে রোহিত টানা ১১টি এক দিনের ম্যাচে টস হারলেন। সেমিফাইনালে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত স্টিভ স্মিথের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে বল করবে ভারত।
প্রতিষোধের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমি ফাইনালেই মাঠে নামছে সবশেষ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-ভারত। চোখ বন্ধ করেই বলে দেওয়া যায় বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এই মহারণে রোহিত শর্মার দল এগিয়ে।
ভারত দলের জন্য হাতের তালুর মতই মুখস্থ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। কন্ডিশনের সুবিধা নিয়ে রোহিত শর্মার দল অবশ্যই অজিদের বিপক্ষে বহু পুরোনো হিসেব মিলাতে চাইবে আজকে।
২০২৩ বিশ্বকাপ ফাইনালে ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের এক লক্ষ তিরিশ হাজার দর্শককে চুপ করিয়ে শিরোপা জেতেছিল অস্ট্রেলিয়া । তার আগে একই বছরে রোহিত-কোহলিদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশীপ জিতেছিল অজিরা। আর এই বছরই (২০২৫) বোর্ডার গাভাস্কার সিরিজে ৩-১ ব্যবধানে হেরেছে ভারত।
আরো পড়ুন:
সেমি ফাইনালটা মূলত ভারত বনাম হেড
ভারতের বহুল কাঙ্ক্ষিত ‘প্রতিশোধের’ ম্যাচ
ঢাকা/নাভিদ