জুলাই গণ-অভ্যুত্থান বা গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন একটি দিন বা মাসের ঘটনা নয়। এটা দেশে এক নতুন রাজনীতির আকাঙ্ক্ষার প্রকাশ ঘটিয়েছে। অভ্যুত্থান-পর্ব শেষে এখন সেই নতুন রাজনীতি শুরুর পথে বাংলাদেশ।
গত ছয় মাসের অভিজ্ঞতা অনেকের মনেই হতাশার জন্ম দিতে পারে। কিন্তু নতুন রাজনীতির আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশের মানুষ সরে আসেনি। অনেকের মুখেই শুনি এই গণ-অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এর ব্যর্থতার ভার বহন করার ক্ষমতা বাংলাদেশের নেই।
বাংলাদেশের বিভিন্ন গণ-আন্দোলন ও অভ্যুত্থানে ছাত্ররা সব সময়েই ছিলেন সামনের সৈনিক। কিন্তু চব্বিশের গণ-অভ্যুত্থান অনন্য। এবার তাঁরা ছিলেন নেতৃত্বে। গণ-অভ্যুত্থানের পর ছাত্ররা নতুন রাজনীতি শুরুর দায় নিতে আগ্রহী হয়েছেন। তঁারা অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়েছেন, এখন নতুন দল করে রাজনীতির মাঠে নেমেছেন। বাংলাদেশের রাজনীতিতে এমন ঘটনা আগে ঘটেনি। গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন দল গঠনকে তাই একটি অভাবিত ঘটনা হিসেবেই বিবেচনা করতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ঢাকায় বড়সড় সমাবেশ করে ছাত্ররা যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করেছেন, তার ঘোষণাপত্রে দল গঠনের উদ্দেশ্য ও আদর্শের বিষয়ে ধারণা দেওয়া হয়েছে।
নতুন দলের ঘোষণার শুরুতেই বলা হয়েছে, ‘আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ ও স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি।’
এরপর ব্রিটিশ উপনিবেশবিরোধী শাসনের বিরুদ্ধে লড়াই, ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার পর শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে নতুন সংগ্রাম ও একাত্তরে মহান মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিলেও গণতন্ত্রের জন্য যে জনগণের লড়াই থামেনি, সেই প্রসঙ্গের উল্লেখ রয়েছে।
বলা হয়েছে, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নব্বইয়ের গণ-অভ্যুত্থানও দেশে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার মতো রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারেনি। আর গত ১৫ বছরে দেশে এমন একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম হয়েছিল, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে। এ সময়ে বিরোধী কণ্ঠ দমন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সর্বগ্রাসী দুর্নীতি ও অর্থ পাচার একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত হয়।
নতুন দল এনসিপি গঠনের প্রক্রিয়া যখন শুরু হয়, তখন থেকেই এই ধারণা দেওয়া হয়েছে যে দলটি মধ্যপন্থী রাজনীতি করবে। বিএনপিও দেশের রাজনীতিতে মধ্যপন্থী দল হিসেবে বিবেচিত। অনেকেই প্রশ্ন করেছেন, বিএনপির সঙ্গে এই নতুন দলের আদর্শগত পার্থক্য কী হবে? তা ছাড়া নতুন দলের মধ্যপন্থার ভরকেন্দ্র কোন দিকে ঝুঁকে থাকবে? ডানে না বাঁয়ে? দল গঠনের প্রক্রিয়ায় বিভিন্ন মতপথের ছাত্রদের মধ্যে একধরনের ‘পাওয়ার স্ট্রাগল’ দেখা গেছে। ফলে দলটির রাজনৈতিক বা আদর্শগত অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে।দল ঘোষণার উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, ছাত্র-জনতার বিপুল আত্মত্যাগের মাধ্যমে যে নতুন স্বাধীনতা পাওয়া গেছে, তার উদ্দেশ্য কেবল একটি সরকারের পতন ঘটিয়ে আরেকটি সরকার বসানো নয়। জনগণ এই অভ্যুত্থানে অংশ নিয়েছে রাষ্ট্রের আষ্টেপৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী-ব্যবস্থা বিলোপ করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে।
নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা করেন, ‘সেই লক্ষ্য নিয়েই আমরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল।’
ঘোষণায় দলের মূল যে দুটি লক্ষ্য স্পষ্ট হয়েছে, তা হচ্ছে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা এবং গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি নতুন সংবিধান প্রণয়ন করা। সাংবিধানিক স্বৈরতন্ত্র যেন বাংলাদেশে আর কোনোভাবেই চেপে বসতে না পারে, সেটা নিশ্চিত করাই এর লক্ষ্য।
নতুন দল এনসিপি গঠনের প্রক্রিয়া যখন শুরু হয়, তখন থেকেই এই ধারণা দেওয়া হয়েছে যে দলটি মধ্যপন্থী রাজনীতি করবে। বিএনপিও দেশের রাজনীতিতে মধ্যপন্থী দল হিসেবে বিবেচিত। অনেকেই প্রশ্ন করেছেন, বিএনপির সঙ্গে এই নতুন দলের আদর্শগত পার্থক্য কী হবে? তা ছাড়া নতুন দলের মধ্যপন্থার ভরকেন্দ্র কোন দিকে ঝুঁকে থাকবে? ডানে না বাঁয়ে? দল গঠনের প্রক্রিয়ায় বিভিন্ন মতপথের ছাত্রদের মধ্যে একধরনের ‘পাওয়ার স্ট্রাগল’ দেখা গেছে। ফলে দলটির রাজনৈতিক বা আদর্শগত অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে।
নতুন দলের মধ্যপন্থার ঝোঁকটা শেষ পর্যন্ত দক্ষিণে ঝুঁকে থাকবে কি না, এই প্রশ্ন সমাজের অনেককেই ভাবাচ্ছে। দলের সমাবেশে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে অনেককে প্রশ্ন করতে শুনেছি। এটা কী তাদের দলীয় স্লোগান?
সংবাদমাধ্যমগুলো মানুষের কৌতূহল মেটাতে এই স্লোগানের উৎপত্তি ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছে। এটা ব্রিটিশবিরোধী আন্দোলনের বা কমিউনিস্ট পার্টির স্লোগান—এসব তথ্যও অনেকের অস্বস্তি দূর করতে পারেনি বলে মনে হচ্ছে। এই স্লোগানের শব্দগত অর্থ যা-ই হোক বা এর যত ঐতিহাসিক গুরুত্বই থাক, সাম্প্রতিক ইতিহাসে এই শব্দ কীভাবে জনমানসে জায়গা করে নিয়েছে, সেটাই সম্ভবত অনেকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বোঝা যায়, দলটিকে এ ধরনের অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে। খুঁটিনাটি অনেক কিছু দিয়েই এই দলের চরিত্র বিচারের চেষ্টা চলবে।
নতুন দলটি রাজনৈতিকভাবে বিএনপিসহ বেশ কিছু প্রচলিত রাজনৈতিক দলের বিরোধিতার মুখে পড়বে, এটা প্রায় নিশ্চিত। এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ বা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের ধারণাকে তারা অনেকটা বাতিলই করে দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘সেকেন্ড রিপাবলিক’ কী, তা তিনি বোঝেন না। দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, ‘আমি এখনো বুঝি নাই সেকেন্ড রিপাবলিক কী। কী বোঝায়, আপনারা বুঝেছেন কি না জানি না? অর্থাৎ একটা অসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে খেয়াল রাখবেন।’
বিএনপির এই অবস্থানের বাইরে ‘সেকেন্ড রিপাবলিক’ সম্পর্কে জনগণের ধারণাও খুব পরিষ্কার বলে মনে হয় না। ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠা মুক্তিযুদ্ধকে পেছনে ঠেলে দেবে কি না, সেই ভয় ও প্রশ্নও অনেকের মধ্যে রয়েছে।
জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময়, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারে নির্বাচন বা কতটা সংস্কারের পর নির্বাচন—এসব নিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর সঙ্গে নতুন দলের বিরোধ সামনের দিনগুলোতে কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাও এক বড় প্রশ্ন। এনসিপি যে কিংস পার্টি নয়, তার পক্ষে দলটির নেতারা নানা ব্যাখ্যা ও যুক্তিতর্ক দিলেও এই তকমা থেকে তাদের মুক্তি মিলবে বলে মনে হয় না।
নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম দল গঠনের প্রক্রিয়ার সময়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছিলেন, দল ঘোষণার আগমুহূর্তে তিনি পদত্যাগ করেছেন এবং ছাত্রদের দুই প্রতিনিধি এখনো সরকারে আছেন—এসব নিয়ে সমালোচনাকে উপেক্ষা করা দলটির জন্য কঠিন হবে। গণ অধিকার পরিষদ এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার স্বার্থে দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানিয়েছে।
আরও পড়ুনরাজনীতির নতুন সময়ে নতুন দলকে নতুন কিছু দিতে হবে০২ মার্চ ২০২৫বোঝা যায়, নতুন দলের সামনের পথটি কঠিন। বাংলাদেশের রাজনীতি যে ধারায় চলে আসছে, সেই পথ যেমন পিচ্ছিল এবং চোরাবালিতে ভরা। সেই অবস্থা বদলে গেছে, এমন ভাবার কোনো কারণ নেই। সেখানে নতুন দল নতুন কী নিয়ে হাজির হয়, সেদিকেই সবাই তাকিয়ে আছে। এটা এক কঠিন পরীক্ষা। হাসিনার পতন মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে মুক্ত করেছে। মানুষ এখন কোনো ভয়ভীতি ছাড়াই তাদের মতপ্রকাশ করছে। নতুন দলকে একেবারে শুরু থেকেই এসব বাধাহীন সমালোচনার মধ্যে পথ চলতে হবে।
দলের আত্মপ্রকাশ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যে এত ঘটা করে সমাবেশ হলো বা বড় কার্যালয়ে দল গঠনের যে প্রক্রিয়া চলেছে, সেই খরচ কোথা থেকে এসেছে—এই প্রশ্ন অনেকে খোলামেলাভাবেই তুলছেন। এনসিপির নতুন রাজনীতির একটি সূচনা হতে পারে এসব অর্থের উৎস ও খরচের হিসাব প্রকাশের মাধ্যমে। তারা কি এমন কিছু করে নতুন রাজনীতির ইঙ্গিত দেবে?
এনসিপি এখন জনগণসহ সব মহলের আতশি কাচের নিচে থাকবে। অভ্যুত্থান-পরবর্তী এলোমেলো পরিস্থিতিতে নানা ঘটনা ঘটছে। এসব ক্ষেত্রে দলটির অবস্থান কী, তার ওপর ভিত্তি করেই মানুষ নতুন দলকে বিচার করবে। মনে রাখতে হবে, হাসিনার দীর্ঘ ও প্রতিষ্ঠিত শাসনকে ধ্বংস করে যাদের উত্থান, দেশের প্রচলিত রাজনীতি ও ব্যবস্থা সেই শক্তিকে স্বাগত জানাতে খুব আগ্রহী হবে না। নতুন দলটিকে নির্ভর করতে হবে জনগণ ও তাদের সমর্থনের ওপর। নিজেদের স্বচ্ছ ও স্পষ্ট অবস্থানের মধ্য দিয়েই তারা তা পেতে পারে।
এ কে এম জাকারিয়া প্রথম আলোর উপসম্পাদক
ই–মেইল: [email protected]
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ক ন ড র প বল ক দ শ র র জন ত র জন ত ক ব দল গঠন র ব এনপ র অবস থ ন সরক র র কর ছ ন অন ক র দল র ম ত র জন দলট র এনস প আদর শ
এছাড়াও পড়ুন:
চলতি বছরে ডিএনসিসি এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে: ডিএনসিসি প্রশাসক
চলতি বছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা'য় ‘পরিবেশ বাঁচাও’ শিরোনামে প্রখ্যাত চিত্রশিল্পী মো. আবু সেলিমের একক চিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘ডিএনসিসি এলাকার সব রাস্তা, ফুটপাত, মিডিয়ান ও সব পাবলিক স্পেসে আমরা বৃক্ষরোপণ শুরু করেছি। এই বছর আমরা ৫ লাখ বৃক্ষরোপণ করবো। এই বৃক্ষরোপণে কমিউনিটিকে সম্পৃক্ত করা হবে, পরিবেশ রক্ষায় কাজ করে এমন সংগঠনকে সম্পৃক্ত করা হবে।’
তিনি বলেন, ‘ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য সিটি কর্পোরেশনের কর্মীরা প্রতিদিন ময়লা পরিষ্কার করছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো ঢাকার রাস্তায়, ফুটপাতে, মাঠে, পার্কে, খালে, ড্রেনে প্রতিটি জায়গায় এতো বেশি ময়লা, যা সংগ্রহ করতে করতে সিটি কর্পোরেশনের কর্মীরা টায়ার্ড হয়ে যায়। মানুষ ঢাকা শহরে নির্বিচারে যত্রতত্র ময়লা ফেলে দেয়। পরিচ্ছন্ন ঢাকা গড়তে হলে যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে। আমাদের সিটি কর্পোরেশনের কর্মীদেরও আরও দক্ষতার সঙ্গে পরিচ্ছন্নতার কাজ করার জন্য সচেষ্ট হতে হবে। আমরা এগুলো নিয়ে কাজ করছি।’
মোহাম্সদ এজাজ বলেন, ‘অনেক জায়গায় দেখা যায় ময়লা এসটিএসে (সেকেন ট্রান্সফার স্টেশন) না ফেলে খালে, বিলে ফেলে দিচ্ছে। অনেকে রান্না ঘরের জানালা দিয়ে ময়লা ফেলে দিচ্ছে। এর ফলে শহর নোংরা হচ্ছে, আমরা নিজেরা নিজেদের বাড়িঘর নোংরা করছি পাশাপাশি জনস্বাস্থ্যের ক্ষতি করছি। বাসাবাড়ির এসব ময়লা বিশেষ করে প্লাস্টিক, পলিথিনে বৃষ্টির পানি জমে এডিস মশার জন্ম হয়৷ এতে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই এগুলো বন্ধ করতে হবে, সবাইকে সচেতন হতে হবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘ঢাকা শহরে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান বড় অংকের মুনাফার জন্য পরিবেশের ক্ষতি করেছে। তাদের দখলেই গেছে খাল, বন। আমরা গত সরকারের আমলে প্রাণ বিনাশী উন্নয়ন দেখেছি। আমাদের লেখক, শিল্পী, সাংস্কৃতিকদের প্রাণ বিনাশী ক্ষতির বিরুদ্ধে কথা বলতে হবে। এমন কোন উন্নয়ন প্রকল্প নেওয়া যাবে না যে প্রকল্প মানুষের জীবন বিপন্ন করে, প্রাণ বিপন্ন করে, নদী বিনষ্ট করে, বাতাস দূষিত করে।’
পরে ডিএনসিসি প্রশাসক চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন এবং অতিথিদের সঙ্গে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন।