বাবার ট্রলির চাপায় প্রাণ গেল ৩ বছরের শিশুর
Published: 4th, March 2025 GMT
নাটোরের লালপুরে বাবার চালিয়ে আসা ট্রলির নিচে চাপা পড়ে মুরসালিন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কাজীপাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
লালপুর থানার ওসি মো নাজমুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলির নিচে চাপা পড়ে নিহত মুরসালিন ওই ট্রলির চালক পিন্টুরই ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুরসালিনের বাবা ট্রলি চালিয়ে বাড়ি ফিরছিলেন। গাড়ির শব্দ শুনে শিশুটি উচ্ছ্বসিত হয়ে দৌড়ে বাইরে আসে। কিন্তু অসাবধানতাবশত সে ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হয়। দ্রুত পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি নাজমুল হক বলেন, “কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/আরিফুল/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে রিজভী
অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে তিনি হাসপাতালে গিয়ে দলের মহাসচিবের সঙ্গে দেখা করেন এবং স্বাস্থ্যের খোঁজখবর নেন।
এ সময় রিজভীর সঙ্গে দলের সহ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম ও অন্য নেতাকর্মীরা ছিলেন।
এর আগে, গত রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, গত সপ্তাহে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় একটি বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন বিএনপি মহাসচিব। এরপর দুই দিন যাবৎ খারাপ লাগছিল তার। পরে রোববার চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন।
বিএইচ