রিকশাচালককে জুতাপেটা করায় রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসানকে (রাসেল) সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা) শাখার এক প্রজ্ঞাপনে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের কপি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘রিকশাচালককে নির্দয়ভাবে প্রহার করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এ ধরনের আচরণ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজকল্যাণ অধিদপ্তরের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। সরকারি কর্মচারী হিসেবে তাঁর (জাহিদ হাসান) এ ধরনের আচরণ অশোভনীয়, অসংগত, চাকরি শৃঙ্খলাপরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। তাই সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।’ জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার একটি সিসি ক্যামেরার ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, কোয়ার্টারের সামনে জাহিদ হাসান এক রিকশাচালককে পায়ের জুতা খুলে পেটাচ্ছেন। পরে প্রাইভেট কারের ব্যাকডালা থেকে লাঠি বের করে চালকের শরীরে ও রিকশায় আঘাত করতে থাকেন তিনি। এ ছাড়া গালাগাল করতেও দেখা যায় তাঁকে।
ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর গতকাল সোমবার পর্যন্ত দুই দিন ছুটি নেন জাহিদ। রোববার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে ঘটনার জন্য তিনি অনুতপ্ত বলে উল্লেখ করেন। তিনি লেখেন, ‘এমন ঘটনা কি আর কারও জীবনে ঘটেনি? আমি অন্যায় করেছি। কিন্তু এত বড় শাস্তি কি আমার পাওনা ছিল?’ ওই ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমাও প্রার্থনা করেন এই সমাজসেবা কর্মকর্তা।

আরও পড়ুন‘আরেকবার বল’ বলেই পায়ের জুতা খুলে রিকশাচালককে পেটাতে থাকেন সমাজসেবা কর্মকর্তা২৮ ফেব্রুয়ারি ২০২৫

রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার ওই ঘটনার তদন্ত করে প্রতিবেদন দিতে গত শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে রোববার তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

এ বিষয়ে গত রোববার সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান প্রথম আলোকে বলেছিলেন, ‘বিষয়টি আমাদের কর্তৃপক্ষ ইতিমধ্যে জেনে গেছে। তাঁর বিরুদ্ধে ওপর থেকেই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত

এছাড়াও পড়ুন:

আগেভাগেই দুবাই এসে বসে থাকায় কী লাভ হলো, জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

খেলবে এক দল, ভারতের কারণে দুবাইয়ে যেতে হয়েছে দুই দলকে। নিউজিল্যান্ড ভারতের কাছে হেরে যাওয়ায় সমীকরণ অনুযায়ী দক্ষিণ আফ্রিকাকে না খেলেই ফিরতে হয়েছে লাহোরে।

প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলতে থেকে গেছে অস্ট্রেলিয়া। খেলতে হবে তা নিশ্চিত না হয়ে দুবাইয়ে এসে লাভবানই হয়েছেন স্টিভ স্মিথরা। ভারতের বিপক্ষে আজ মাঠে নামার আগে প্রস্তুতিও দারুণ বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

দুবাইয়ে একটি সেমিফাইনাল হলেও দল দুটিকে আসা-যাওয়া করা লেগেছে ভারতের কারণে। গ্রুপ পর্বে ভারতের অবস্থান যেমনই হোক, রোহিত শর্মারা তাঁদের সেমিফাইনাল খেলবেন দুবাইয়ে। আর তাঁদের এক জায়গায় অবস্থান নিশ্চিত করতে গিয়েই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা—দুই দলকেই আসতে হয়েছে।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যদি সেমিফাইনালের ভেন্যু নিশ্চিত হওয়া পর্যন্ত পাকিস্তানে অবস্থান করত, সে ক্ষেত্রে দুবাইয়ে পৌঁছে সেমিফাইনালের প্রস্তুতির জন্য সময় পেত মাত্র এক দিন।

স্মিথ এই প্রসঙ্গে বলেন, ‘শেষ পর্যন্ত আমরা সঠিক অনুমান করেছি। এখানে থেকে কয়েক দিন প্রস্তুতি নেওয়াটা আমাদের জন্য আদর্শ মনে হয়েছে। যদি আমরা গত রাতের (ভারত-নিউজিল্যান্ড ম্যাচ) ফলাফলের জন্য অপেক্ষা করতাম, তাহলে আজ আমাদের এখানে আসতে হতো এবং কালই ম্যাচ খেলতে হতো।’

আরও পড়ুনশেন ওয়ার্ন: বাকিটা যখন ব্যক্তিগত ০৪ মার্চ ২০২৪

দুবাইয়ে এই টুর্নামেন্টের আগে অস্ট্রেলিয়া খেলেনি। মানিয়ে নেওয়ার জন্য এখানে আগে আসাটাই তাদের জন্য ভালো হয়েছে, ‘(আগে না এলে) আমরা উইকেটে অনুশীলন করার সুযোগ পেতাম না বা আইসিসি একাডেমির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পেতাম না। আর যদি আমাদের ফিরে যেতে হতো, তাহলে নিউজিল্যান্ডের সঙ্গে একই বিমানে ফিরতে হতো এবং সেখানে মাত্র এক দিন সময় পেতাম ম্যাচের আগে। তাই এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল।’

দক্ষিণ আফ্রিকা ফিরতে হয়েছে লাহোরে

সম্পর্কিত নিবন্ধ