সাতকানিয়া ‘ডাকাত সন্দেহে’ গণপিটুনিতে নিহত ২, গুলিবিদ্ধ ৪
Published: 4th, March 2025 GMT
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছনখোলা নামক এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন চারজন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, আটটি গুলির খোসা এবং একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে।
সোমবার (৩ মার্চ) রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে। সাতকানিয়া থানার ওসি জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের নাম নিজাম ও ছালেক বলে জানা গেছে।
আরো পড়ুন:
শরীয়তপুরে ডাকাতির ঘটনায় আরো এক জনকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ
শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাতের মৃত্যু, গুলিবিদ্ধ ৪
গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- স্থানীয় বাসিন্দা ওবায়দুল হক (২২), মামুনুর রশিদ (৪৫), নাসির উদ্দিন (৩৮) ও আব্বাস উদ্দিন (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাত আনুমানিক ১০টার দিকে সাতকানিয়ার ছনখোলা পশ্চিমপাড়ায় কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে একদল যুবক এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে। এসময় স্থানীয় মানুষজন গুলিবিদ্ধ হন। গুলির শব্দ পেয়ে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষনা দিয়ে, গ্রামবাসীকে ডাকাত প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তারা মারা যান।
সাতকানিয়া থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখান থেকে একটি পিস্তল, আটটি গুলির খোসা এবং একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। যে পিস্তলটি উদ্ধার করা হয়েছে সেটি থানা থেকে লুট করা অস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম রধর আহত গণপ ট ন স এনজ
এছাড়াও পড়ুন:
ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান। খবর আল-জাজিরার
স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।
জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করছেন তিনি।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’