SunBD 24:
2025-04-25@11:01:32 GMT

ভয়াবহ দাবানলের কবলে জাপান

Published: 4th, March 2025 GMT

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বিগত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে জাপান। এমন পরিস্থিতিতে আগুন নেভাতে দুই হাজার দমকলকর্মী মোতায়েন করেছে দেশটি। সেই সঙ্গে ৪ হাজার ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এরই মধ্যে দেশটির প্রধান দ্বীপ হনশুর পূর্ব উপকূলের এ ভয়াবহ দাবানলে অন্তত একজন মারা গেছেন। জাপানের অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সোমবার জানিয়েছে, ওফুনাতো শহরের কাছে আগুন প্রায় ২ হাজার ১০০ হেক্টর জমিতে ছড়িয়ে পড়েছে।

টোকিওসহ জাপানের ১৪টি অঞ্চলের দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। আগুন নেভানোর চেষ্টা করছে সেনাবাহিনীসহ ১৬টি হেলিকপ্টার। জাপানের কর্মকর্তাদের মতে, এখন পর্যন্ত এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন অন্তত তিন হাজারের বেশি মানুষ। খবর- আলজাজিরা

এনজে

.

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। শহরগুলো থেকে ইতোমধ্যে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের মোশাভ তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। বিমানের সহায়তায় আগুন নেভানোর সময় প্রবল বাতাসের কারণে আগুন আরও তীব্র হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এর পর বেইট শেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। এক পর্যায়ে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এশতাওল, বেইট মেইর এবং মেসিলাত জিওন শহর থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়িচালকরা তাদের যানবাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হন।

আরো পড়ুন:

ভয়াবহ দাবানলের হুমকিতে ক্যালিফোর্নিয়ার ৬০ লাখের বেশি মানুষ

সত্যি কি দাবানলে পুড়েছে অস্কারের ট্রফি?

জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ।  দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছেন তারা।

এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

দমকল ও উদ্ধার পরিষেবা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, একাধিক দাবানল নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কাজ করার সময় তিনজন দমকলকর্মী এবং একজন নারী পুলিশ আহত হয়েছেন। এর আগে, দমকল ও উদ্ধার কর্তৃপক্ষের একজন মুখপাত্র টাইমস অব ইসরায়েলকে বলেছিলেন, আগুনের ফলে নয়জন সামান্য আহত হয়েছেন, যার মধ্যে সাতজন দমকলকর্মী এবং দুজন বেসামরিক নাগরিক রয়েছে।

ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির একজন মুখপাত্র জানিয়েছেন, আগুন নেভাতে শতাধিক অগ্নিনির্বাপক দল ছাড়াও, ইসরায়েলি বিমান বাহিনী এবং প্রযুক্তিগত ও লজিস্টিকস ডিরেক্টরেটের দমকল ইঞ্জিনগুলো অগ্নিনির্বাপণ ও উদ্ধার পরিষেবা এবং ইসরায়েলি পুলিশের পাশাপাশি কাজ করেছে।

ইসরায়েলের আবহাওয়া দপ্তর মঙ্গলবার এবং বুধবার ‘চরম’ আবহাওয়ার সতর্কতা জারি করেছিল, যার ফলে রেকর্ড তাপমাত্রার সম্ভাবনা রয়েছে।

ইসরায়েলে বেশিরভাগ বনের আগুন মানুষের দ্বারা সৃষ্ট এবং সাধারণত অবহেলার ফল।

দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মকালের কারণে ইসরায়েলে এর আগেও অনেকবার দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। ১৯৮৯, ১৯৯৫, ২০১০, ২০১৫, ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালে বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়ে দেশটিতে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল