সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে সেনাবাহিনী
Published: 4th, March 2025 GMT
সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার গঠনের প্রথম দিকে যেমন ছিল, এখনও তেমনই সমর্থন রয়েছে। অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোরও সমর্থন অব্যাহত রয়েছে বলে তিনি দাবি করেন।
প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে অনেক পরিবর্তন এসেছে। ধ্বংসাবশেষ থেকে দেশ নতুন চেহারায় আসছে। অর্থনীতি সহজ হয়েছে। দেশ-বিদেশের আস্থা অর্জন করেছে সরকার। সম্প্রতি বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা তাঁর সরকারের প্রায় সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বে নতুন দল গঠনসহ রাজনৈতিক ঘটনাপ্রবাহ এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি নিয়েও কথা বলেছেন।
প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব নেওয়ার আগের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে ড.
সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, পরিস্থিতি এমন ছিল যে ফ্যাসিবাদী সরকার ১৬ বছর ধরে চলতে পেরেছে, আমরা কিছুই করতে পারিনি। তিন-তিনটা নির্বাচন হয়ে গেল, ভোটারের কোনো দেখা নেই। অসংখ্য রকমের দুর্নীতি ও ব্যর্থতা, অপশাসন থেকে দেশকে টেনে বের করে আনতে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোর প্রয়োজনীয়তা রয়েছে।
সাত মাসে দেশের পরিবর্তনের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, ধ্বংসাবশেষ থেকে নতুন চেহারা আসছে। অর্থনীতি যে সহজ হয়েছে, তা ভেসে উঠছে। দেশ-বিদেশের আস্থা অর্জন করা সম্ভব হয়েছে। সারা দুনিয়ায় আস্থা স্থাপনের বিষয়টি পরিষ্কার হয়েছে। প্রতিটি দেশ নিজে এসে বলেছে, তোমাদের সমর্থন করছি। তোমাদের যা দরকার, আমরা দেব। অবিশ্বাস্য রকমের সহায়তা মিলেছে বলেও দাবি করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, সরকারের ওপর দেশের মানুষের আস্থা আছে কিনা– এটাই বড় কথা। আমার মনে হয়, দেশের মানুষের আস্থা আমাদের ওপর আছে। রাষ্ট্র পরিচালনায় অতীত অভিজ্ঞতা না থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা কোনো বিশেষজ্ঞ এখানে এসে বসিনি। নিজের মতো করে চেষ্টা করছি। তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে। কিছু ভালো করেছে, কিছু ভালো করতে পারেনি। এটা হতে পারে। এটা আমি তো অস্বীকার করছি না। তিনি বলেন, আমাদের ইচ্ছা অনেক। রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই। সেটা পারিনি। সে জন্য সময় লাগবে।
প্রধান উপদেষ্টা বলেন, সংলাপ এখনই শুরুর পরিকল্পনা ছিল। তাও পারিনি। সংলাপ শুরু হতে হতেও দেরি হয়ে যাচ্ছে। যেগুলো সময়মতো করতে চেয়েছি, ওই সময়ে করতে পারিনি। অনেক সংস্কার কমিশন করেছি। তারা নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে পারেনি। অনেক কাজ তাই একটু পিছিয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, তিনি হিসাব নিচ্ছেন। আগের বছরের তুলনায় অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। আগের মতোই হয়েছে। পুলিশের হিসাব অনুযায়ী ছয় মাসে ডাকাতির সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে– এ বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘চেষ্টা করছি আমরা। সমস্যা আপনিও জানেন, আমিও জানি।’ তিনি বলেন, প্রথম দিকে সমস্যা ছিল পুলিশ বাহিনী ভয়ে রাস্তায় নামছিল না। এটা ঠিক করতে করতেই কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন আবার নিয়মশৃঙ্খলার দিকে রওনা হয়েছি।
গণপিটুনিসহ আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থার সংকট এখনও দূর করা সম্ভব হয়নি। কিন্তু সরকার চেষ্টা করছে। পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে; কিন্তু সমাধান হয়নি।
দায়িত্ব নেওয়ার প্রথম দিকে সরকারের প্রতি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্ররা, রাজনৈতিক দলগুলো এবং সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতার কথা বলা হলেও এখনও পরিস্থিতি একই রয়েছে কিনা– এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান, অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে বলে তিনি মনে করেন না। সবাই সমর্থন করছে। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে। কিন্তু তার মানে এই নয়, ঐক্যের মধ্যে ফাটল ধরেছে। এ রকম কোনো ঘটনা ঘটেনি।
ছাত্রদের নতুন দল গঠনে সরকারের সহযোগিতার অভিযোগ অস্বীকার করে প্রধান উপদেষ্টা বলেন, এই অভিযোগ মোটেই সঠিক নয়। সরকার তাদের কোনো সহায়তা করে না। যে রাজনীতি করতে চায়, সে নিজেই ইস্তফা দিয়ে চলে গেছে। তিনজন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে। যিনি রাজনীতি করতে মনস্থির করেছেন, তিনি ইস্তফা দিয়ে সরকার থেকে চলে গেছেন। তিনি বলেন, নতুন দলের বিষয়ে সবারই ইতিবাচক মনোভাব থাকতে পারে। কিন্তু সেটি ব্যক্তিগত। সরকার হিসেবে কোনো অবস্থান নেই।
সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রথম দিকে যেমন ছিল, এখনও তেমনই রয়েছে। সার্বভৌমত্ব নিয়ে সেনাপ্রধানের আশঙ্কা প্রকাশ সম্পর্কে তিনি বলেন, এটা তো সব সময় থাকে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে। তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে অস্থিতিশীল করার জন্য। এটা তো সব সময় থ্রেট আছেই। প্রতি ক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে। কাজেই এটা তো সব সময় থাকবে। তিনি বলেন, তারা মাঝেমধ্যেই বক্তৃতা দিচ্ছে। সবাই শুনছে। মানুষ উত্তেজিত হচ্ছে। তিনি বলেন, তারা কর্মসূচি দিচ্ছে, হরতাল করো, অমুক করো। মানুষ কীভাবে নেবে এটাকে বলেন? এটা কি মিষ্টিমুখে চলে যাবে সব?
বর্তমান সরকারের পক্ষে সংস্কার কতটুকু এগিয়ে নেওয়া সম্ভব হবে–এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা প্রতিটি সুপারিশ দেব। সুপারিশের সঙ্গে কথা থাকবে যে আপনার রাজনৈতিক দল এটা কি সমর্থন করে? এটাতে রাজি আছেন? রাজি থাকলে বলেন, রাজি না থাকলে বলেন। বা এই যে সুপারিশটা আছে, সেটার মধ্যে যদি কোনো একটা সংশোধনী এনে রাজি হবেন, সেটা বলেন। এটা কি নির্বাচনের আগে সংশোধন করা ঠিক হবে, নাকি নির্বাচনের পরে– সব প্রশ্নের এখানেই সমাধান আছে।
রাজনৈতিক দলকে শুধু বলতে হবে কোনটা? সবকিছু মেলালে আমরা এটা ঠিক করব, কোন সুপারিশে সবাই একমত হয়েছে। সেটা আলাদা করব যে এটাতে সবাই একমত হয়েছে। এ রকম যেসব সুপারিশে তারা একমত হয়েছে, সেগুলো আমরা আলাদা একটা কাগজে নিয়ে আসব যে, এসব বিষয়ে সবাই একমত হয়েছে। তবে এটাকে আমরা বলব একটা চার্টার– জুলাই চার্টার।
গণঅভ্যুত্থানের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি দেখা গেছে। দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে–এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা দাবি করেন, ভারতের সঙ্গে সম্পর্ক খুবই ভালো। সম্পর্কের কোনো অবনতি হয়নি। তিনি বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। পরস্পরের ওপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এত ঘনিষ্ঠ সম্পর্ক, সেটা থেকে আমরা বিচ্যুত হতে পারব না। তবে মাঝখানে কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা, সেটা অন্যরা বিচার করবে। কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি।
আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে বা নির্বাচনে অংশ নেবে কিনা– এমন প্রশ্নে পুরোনো অবস্থান উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যেই এসব সিদ্ধান্ত নেবে সরকার। এই দেশ থেকে কারও অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে। এটুকুই শুধু।
উৎস: Samakal
কীওয়ার্ড: সহয গ ত র প রথম দ ক পর স থ ত সরক র র আম দ র মন ছ ল
এছাড়াও পড়ুন:
শিবগঞ্জ সীমান্তে পেট্রোল বোমা ও ককটেলের বড় চালান আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিস্ফোরকের একটি বড় চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশকে অস্থিতিশীল করতে চোরাইপথে ভারত থেকে আনা উপকরণ দিয়ে বানানো এসব সরঞ্জাম ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবির।
সীমান্ত বাহিনীটির দাবি, বোমাগুলো দেশীয়ভাবে তৈরির পর তা বন্দর এলাকা থেকে বিভিন্ন পণ্যের আড়ালে পাচার হওয়ার আগেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তা আটকে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক দল। রাত ৮টায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি জানান, দুটি প্লাস্টিকের ক্যারেটসহ চকপাড়া সীমান্তের ১৮৪ মেইন পিলার হতে প্রায় এক কিলোমিটার দুরে কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় দুটি প্লাস্টিকের ক্যারেটসহ দুই ব্যক্তি দাঁড়িয়ে ছিল। এ সময় বিজিবির একটি অভিযানিক দল ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে গেলে একটি ক্যারেটে তল্লাশি চালিয়ে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ৯৯টি ককটেল এবং অপর ক্যারেট থেকে ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে।
তিনি আরও জানান, পেট্রোল বোমাগুলো কোকাকোলা বা এ ধরনের কাঁচের বোতলে বানানো হয়েছে এবং ককটেলগুলো জর্দ্দার কোটায় দেশীয় প্রযুক্তিতে বানানো হয়েছে।
অধিনায়কের দাবি, এসব বিস্ফোরক ভারত থেকে না আনলেও গান পাউডারসহ বিভিন্ন বিস্ফোরক উপকরণ সীমান্ত দিয়ে আনার পর সন্ত্রাসীরা সীমান্ত এলাকায় বোমা তৈরির পর সেগুলো সোনামসজিদ বন্দর রুট ব্যবসার করে বিভিন্ন পণ্যের আড়ালে ট্রাকে করে দেশের অভ্যন্তরে পাচারের চেষ্টা করছিল। তবে গোয়েন্দা নজরদারির কারণে সে পরিকল্পনা ভেস্তে যায়। এসব কাজে জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। এ ঘটনায় জব্দকৃত বোমাগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।