অফিস শেষে সহকর্মী রবিউল ইসলামের বাইকে চেপে ট্রেন ধরব বলে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের দিকে ছুটছি। উদ্দেশ্য উত্তরা উত্তর স্টেশন হয়ে টঙ্গীর চেরাগ আলী মার্কেট দেশের সবচেয়ে বড় খুচরা ও পাইকারি সিরামিকের তৈরি ক্রোকারিজ পণ্যের বাজার আছে।

মেট্রোরেলে চেপে উত্তরা উত্তর স্টেশন, সেখান থেকে হাউস বিল্ডিং, হাউস বিল্ডিং থেকে চেরাগ আলী মার্কেট। কিন্তু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব বলে জ্যামের কবলে পড়ে বাস। অগত্যা বাস থেকে নেমে অটোরিকশায় করে জ্যাম এড়িয়ে ভেতরের অলিগলি ধরে ঠিকই পৌঁছে গেলাম চেরাগ আলী মার্কেটে।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই বাজারের দোকানসংখ্যা এখন পাঁচ শতাধিক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কারাগারের ভেতর সাবেক চেয়ারম্যানের কাছে মিলল ইয়াবা 

বাগেরহাট কারাগারে বন্দি কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুর কাছ থেকে তিন পিস ইয়াবা জব্দ করেছে কারা কর্তৃপক্ষ। 

সোমবার (৩ মার্চ) দুপুরে বাবুর ব্যাগ তল্লাশি করে এই মাদক জব্দ করে তারা। এ ঘটনায় বাবুসহ চার কারাবন্দিকে শাস্তি হিসেবে ডান্ডাবেড়ি পড়ানো হয়।

বাগেরহাট কারাগারের জেল সুপার শংকর কুমার মজুমদার এতথ্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

পটুয়াখালীতে ইয়াবা ও ১৬ মাদক পারচারকারী আটক

টেকনাফে ২ লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা গ্রেপ্তার

ডান্ডাবেড়ি পড়ানো অন্যরা হলেন- বাদল শেখ, ইউসুফ শিকদার ও জসিম সরদার।

জেল সুপার শংকর কুমার মজুমদার বলেন, “সন্দেহ হলে কারারক্ষীরা বিষয়টি আমাদের জানায়। পরে মেহেদী হাসান বাবুর ব্যাগ তল্লাশি করে তিন পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে জেলকোড অনুযায়ী, মেহেদী হাসান বাবুসহ চারজনকে ডান্ডাবেড়ি দেওয়া হয়েছে।”

কারাগারের অভ্যন্তরে কীভাবে ইয়াবা প্রবেশ করল এমন প্রশ্নের কোনো সদুত্তর দেননি জেল সুপার শংকর কুমার মজুমদার।

কারাগারের সিআইডি (কারা গোয়েন্দা) হিসেবে দায়িত্বে থাকা আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি আইজি স্যারের অনুমতি ছাড়া কথা বলতে পারবেন না বলে জানিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

কারাগার সূত্রে জানা যায়, গেল ২৫ ডিসেম্বর গভীর রাতে পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর টোল প্লাজা থেকে কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে ২৮ ডিসেম্বর থেকে কচুয়ার একটি হত্যা মামলাসহ একাধিক রাজনৈতিক মামলায় তিনি কারাগারে রয়েছেন। অসুস্থতার কারণে খুলনায় চিকিৎসা শেষে ২৬ ফেব্রুয়ারি বাগেরহাট আদালতে মামলার হাজিরা শেষে বিকেলে কারাগারে নেওয়া হয় মেহেদী হাসান বাবুকে।

ঢাকা/শহিদুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ