আজ টিভিতে যা দেখবেন (৪ মার্চ ২০২৫)
Published: 4th, March 2025 GMT
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত–অস্ট্রেলিয়া। উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ ‘মাদ্রিদ ডার্বি’।মেয়েদের ১ম ওয়ানডে
নিউজিল্যান্ড–শ্রীলঙ্কা
সকাল ৭টা ???? সনি স্পোর্টস টেন ৫
ধানমন্ডি ক্লাব–ব্রাদার্স ইউনিয়ন
সকাল ৯টা ???? টি স্পোর্টস
১ম সেমিফাইনাল
ভারত–অস্ট্রেলিয়া
বিকেল ৩টা ???? নাগরিক টিভি ও স্টার স্পোর্টস ২
পাখতাকোর–আল হিলাল
রাত ১০টা ???? স্পোর্টস ১৮–১
ক্লাব ব্রুগা–অ্যাস্টন ভিলা
রাত ১১–৪৫ মি.
রিয়াল মাদ্রিদ–আতলেতিকো মাদ্রিদ
রাত ২টা ???? সনি স্পোর্টস টেন ২
বরুসিয়া ডর্টমুন্ড–লিল
রাত ২টা ???? সনি স্পোর্টস টেন ৫
পিএসভি–আর্সেনাল
রাত ২টা ???? সনি স্পোর্টস টেন ১
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স প র টস ট ন চ য ম প য়নস
এছাড়াও পড়ুন:
জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন ক্যালিওগ্রাফি শিল্পীরাও
জুলাই অভ্যুত্থানে গ্রাফিত আঁকতে ক্যালিওগ্রাফি শিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সুস্থধারার সংস্কৃতি চর্চায় ক্যালিওগ্রাফি শিল্পের আরো প্রসার প্রয়োজন। এ জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে ক্যালিওগ্রাফি চর্চা বাড়াতে হবে। শনিবার সাফা ক্যালিগ্রাফি ইনিস্টিউট অব বাংলাদেশের ধানমণ্ডি ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত ক্যালিগ্রাফি আর্ট প্রতিযোগিতা ২০২৫-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তরা।
তৃতীয়বারের মতো সাফা ক্যালিগ্রাফি ইনিস্টিউট অব বাংলাদেশের ধানমণ্ডি ব্রাঞ্চের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় দেশের সর্ববৃহৎ জাতীয় ক্যালিগ্রাফি আর্ট প্রতিযোগিতা-২০২৫।
প্রতিযোগিতায় তিন ক্যাটাগরি থেকে সর্বমোট নয়জনকে পুরস্কৃত করা হয়েছে। জুনিয়র ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন ফাতেমা কানিজ সজিদা। দ্বিতীয় স্থান স্থান অর্জন করেন মেহজাবিন রহমান ও তৃতীয় স্থান স্থান অর্জন করেন সুমাইয়া সারওয়াত। সিনিয়র ক্যাটাগরিতে প্রথম স্থান স্থান অর্জন করেন নওশীন জাহরা সুবহা। দ্বিতীয় স্থান স্থান অর্জন করেন মো. নজরুল ইসলাম ও তৃতীয় স্থান স্থান অর্জন করেন মনতাজার হাসান। প্রফেশনাল ক্যাটাগরিতে প্রথম স্থান স্থান অর্জন করেন মুনিরা মুমতাহিনা, দ্বিতীয় স্থান স্থান অর্জন করেন তাসরিন সুলতানা আনিকা ও তৃতীয় স্থান স্থান অর্জন করেন ইফতেখারুল আলম ত্ব-য়াহা।
প্রতিযোগিতায় বিচারক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য চিত্রশিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা অনুষদের সাবেক চেয়ারম্যান ড.আব্দুস সাত্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন চারু শিল্পী পরিষদের সম্মানিত সভাপতি কার্টুনিস্ট ইবরাহীম মণ্ডল, জাতীয় হ্যান্ড রাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি খুরশিদ আলম ভুঁইয়া, মেজর মানজুরুল কবীর চৌধুরী, ঢাকা আহসানিয়া ইনস্টিটিউট অব সুফিজমের সম্মানিত পরিচালক ও অধ্যাপক শাইখ মুহাম্মাদ উছমান গনী প্রমুখ।