রিয়ালের মান শোচনীয়: বহিষ্কার হলেন ইরানের অর্থমন্ত্রী
Published: 4th, March 2025 GMT
অর্থনীতিতে অব্যবস্থাপনা এবং জাতীয় মুদ্রা ইরানি রিয়ালকে প্রায় ডুবিয়ে দেওয়ার দায়ে অর্থমন্ত্রী আবদোলনাসের হিম্মাতিকে অব্যাহতি দিয়েছে ইরানের পার্লামেন্ট। হিম্মাতি দেশের অর্থনীতির পদে থাকবেন কিনা– এ প্রশ্নে রোববার ভোট হয় ইরানের পার্লামেন্টে। তাতে হিম্মাতির বিপক্ষে ভোট দেন ১৮২ জন এবং পক্ষে ভোট দেন ৮৯ এমপি।
ফলে ভোটের পরেই কার্যত নিশ্চিত হয়ে যায় হিম্মাতির বিদায়, যিনি সাত মাস আগে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের গঠিত মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর পদে ছিলেন। হিম্মাতি অর্থমন্ত্রী হওয়ার পর রিয়ালের অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছায়।
গত বছর যখন তিনি মন্ত্রী হন, সে সময় এক ডলারের বিপরীতে পাওয়া যেত ৫ লাখ ৯৫ হাজার ৫০০, বর্তমানে ডলারের বিপরীতে রিয়ালের মান নেমে পৌঁছেছে ৯ লাখ ২৭ হাজারে। রয়টার্স।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাবার ট্রলির চাপায় প্রাণ গেল ৩ বছরের শিশুর
নাটোরের লালপুরে বাবার চালিয়ে আসা ট্রলির নিচে চাপা পড়ে মুরসালিন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কাজীপাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
লালপুর থানার ওসি মো নাজমুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলির নিচে চাপা পড়ে নিহত মুরসালিন ওই ট্রলির চালক পিন্টুরই ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুরসালিনের বাবা ট্রলি চালিয়ে বাড়ি ফিরছিলেন। গাড়ির শব্দ শুনে শিশুটি উচ্ছ্বসিত হয়ে দৌড়ে বাইরে আসে। কিন্তু অসাবধানতাবশত সে ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হয়। দ্রুত পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি নাজমুল হক বলেন, “কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/আরিফুল/টিপু