রোজা রাখার পুরস্কার অনেক। রোজা রাখার কারণে বিশ্বাসীদের জন্য রয়েছে অজস্র পুরস্কার।
নবীজি (সা.) বলেন, ‘রোজাদারের জন্য দুটি খুশি-একটি ইফতারের সময়, অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময়।’ (বুখারি, ১৯০৪)
ইফতারের আগে দোয়া: ইফতারের আগে রোজাদারের দোয়া কবুল হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৭৫২)
ইফতারের দোয়া বাংলাহে আল্লাহ! আমি আপনার উদ্দেশে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি । আপনি আমার রোজা কবুল করুন।
রোজার নিয়ত.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইফত র র
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৪ মার্চ ২০২৫)
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত–অস্ট্রেলিয়া। উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ ‘মাদ্রিদ ডার্বি’।মেয়েদের ১ম ওয়ানডে
নিউজিল্যান্ড–শ্রীলঙ্কা
সকাল ৭টা ???? সনি স্পোর্টস টেন ৫
ধানমন্ডি ক্লাব–ব্রাদার্স ইউনিয়ন
সকাল ৯টা ???? টি স্পোর্টস
১ম সেমিফাইনাল
ভারত–অস্ট্রেলিয়া
বিকেল ৩টা ???? নাগরিক টিভি ও স্টার স্পোর্টস ২
পাখতাকোর–আল হিলাল
রাত ১০টা ???? স্পোর্টস ১৮–১
ক্লাব ব্রুগা–অ্যাস্টন ভিলা
রাত ১১–৪৫ মি. ???? সনি স্পোর্টস টেন ২
রিয়াল মাদ্রিদ–আতলেতিকো মাদ্রিদ
রাত ২টা ???? সনি স্পোর্টস টেন ২
বরুসিয়া ডর্টমুন্ড–লিল
রাত ২টা ???? সনি স্পোর্টস টেন ৫
পিএসভি–আর্সেনাল
রাত ২টা ???? সনি স্পোর্টস টেন ১